facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ নভেম্বর বুধবার, ২০২৪

Walton

যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে সরকার, আশা ফখরুলের


০৭ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার, ১২:২৪  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে সরকার, আশা ফখরুলের

প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তিন মাসে অনেকগুলো কাজ করেছে। আমরা যদি সহযোগিতা করি তাহলে উপযুক্ত ও যৌক্তিক সময়ে তারা নির্বাচন আয়োজন করবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, আজকে বিএনপির কর্মীরা শপথ নিয়েছে, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিয়ে স্বাধীনতা অক্ষুন্ন রাখব, সংগ্রাম ও আন্দোলন চালিয়ে যাবে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল, তারা নির্যাতন-নিপীড়ন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে এই ফ্যাসিস্ট সরকার ও তাদের আধিপত্যবাদকে পরাজিত করা হয় তৃতীয়বারের মত।

সরকার তিন মাসে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পেরেছে কি না- এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, অবশ্যই বর্তমান সরকার কার্যকরী ভূমিকা রেখেছে, অনেকগুলো কাজ করেছে তারা। সবাই সরকারকে সহযোগিতা করলে তাহলে উপযুক্ত ও যৌক্তিক সময়ে তারা নির্বাচন দিলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে তা পূরণে সক্ষম হবে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়াপারসন উপদেষ্ঠা আমান উল্লাহ আমান, দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপি কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: