২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার, ১০:২৮ এএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুরের বিপক্ষে টসে জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস।
আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও জিমি নিশামের ৬৯ রানের ইনিংসে ১৫০ রান সংগ্রহ করে রংপুর। আর লক্ষ্য তাড়া করতে নেমে লিটন-অঙ্কনের ৬৫ রানের জুটির পর আন্দ্রে রাসেলের ঝড়ো ইনিংসে ১৫ বল হাতে রেখেই ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে কুমিল্লা। একই সঙ্গে নিশ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের প্লে-অফও।
রংপুরের দেয়া ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ সূচনাটা ভালোই করেছিল কুমিল্লা। লিটন দাস ও সুনীল নারাইনের ওপেনিং জুটিতে ৪ ওভারেই স্কোরবোর্ডে ওঠে ৩৬ রান। তবে পঞ্চম ওভারের প্রথম বলেই সাকিবের বলে আউট হন নারাইন।
নারাইন ফেরার পর ক্রিজে লিটনের সঙ্গী হন তাওহীদ হৃদয়। একই ওভারের তৃতীয় বলেই এই টাইগার ব্যাটারকেও প্যাভিলিয়নের পথ দেখান বিশ্বসেরা অলরাউন্ডার। ফলে পরপর দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে কুমিল্লা।
তবে অধিনায়ন লিটন দাস তৃতীয় উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামলে ওঠেন। রংপুরের বোলারদের সামলে এ দুজন রানের চাকা সচল রাখেন।
লিটন-অঙ্কন মিলে তৃতীয় উইকেট জুটিতে স্কোরবোর্ডে তুলেন ৬৫ রান। এ জুটিতেই জয়ের ভিত্তি পায় কুমিল্লা। তবে ৪২ বলে ৪৩ রান করে দলীয় ১০১ রানে বিদায় নেন লিটন। পরের ওভারেই অঙ্কনও আউট হন ২৯ বলে ৩৯ রান করে। ফলে ফের হোচট খায় কুমিল্লা।
তবে এরপর মাঠে নেমে রীতিমতো তাণ্ডব চালান আন্দ্রে রাসেল। ক্যারিবীয় এই ব্যাটার আজ ১২ বলে সমান ৪টি করে চার ও ছয়ে করেন ৪৩ রান। তার এই ঝড়ো ইনিংসেই ১৫ বল হাতে রেখে ৬ উইকেটের জয় নিশ্চিত করে কুমিল্লা।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর। দ্বিতীয় ওভারের প্রথম বলেই এক ওপেনারকে হারায় সবার আগে প্লে অফ নিশ্চিত করা দলটি। তানভির ইসলামের বলে ক্যাচ আউট হয়ে দলাইয় ৫ রানেই সাজঘরে ফিরেন ব্র্যান্ডন কিং।
এরপর তৃতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার রনি তালুকদার। তিন ওভারেই দুই ওপেনারকে হারানোর পঅর দলকে আরও বিপদের মুখে ঠেলে দিয়ে সাজঘরের পথ ধরেন মাহেদী হাসানও। মাহেদী আউট হওয়ার পরের ওভারেই মাত্র ২ রান করে আউট হন অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে পাওয়ার প্লে না পেরোতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর।
বিপাকে পড়া রংপুরকে এরপর পথ দেখান সাকিব আল হাসান ও জিমি নিশাম। এ দুজন মিলে গড়েছিলেন ২৯ রানের জুটি। তবে ১৯ বলে ৩ চারে ২৪ রান করে মুশফিক হাসানের বলে সুনীল নারাইনের মুঠোবন্দি হয়ে সাকিবকেও ফিরতে হয় প্যাভিলিয়নে।
এরপর আর কেউই রংপুরকে একাই টেনেছেন নিশাম। স্ট্রাইকিং প্রান্তে কুমিল্লার বোলারদের সামলে তিনি খেলেছেন ৪২ বলে ৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস। তার অপরাজিত এই ইনিংসের সুবাদেই ১৯.৫ ওভারে অল আউট হওয়ার আগে রংপুর পায় ১৫০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।