facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫

Walton

রক্তাক্ত সাইফ, তৈমুরের হাত ধরে হাসপাতালে— সত্যিকারের হিরো!


১৯ জানুয়ারি ২০২৫ রবিবার, ১১:২৪  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


রক্তাক্ত সাইফ, তৈমুরের হাত ধরে হাসপাতালে— সত্যিকারের হিরো!

সাইফ আলী খান—সিনেমার পর্দায় যাঁকে আমরা হিরো হিসেবে দেখি, বাস্তব জীবনেও ঠিক সেভাবেই এক হিরোর মতো নিজের লড়াই করেছেন। গত বুধবার রাতে এক ভয়াবহ আক্রমণের শিকার হন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। বান্দ্রার নিজ বাসায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ছুরি নিয়ে তাঁর ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে সাইফের শরীর রক্তাক্ত হয়ে গেলেও, নিজের ছয়-সাত বছর বয়সী ছেলে তৈমুরের হাত ধরে সিংহের মতো হাসপাতালে পৌঁছে যান তিনি।

চিকিৎসকের বর্ণনায় হিরো সাইফ
লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি গণমাধ্যমে বলেন, “সাইফ আলী খান যখন হাসপাতালে আসেন, তখন আমি প্রথম তাঁকে দেখি। তাঁর সারা শরীর দিয়ে রক্ত ঝরছিল। কিন্তু তিনি সিংহের মতো মাথা উঁচু করে হেঁটে এসেছিলেন। তাঁর হাতে ছিল ছোট্ট তৈমুর। এ দৃশ্য দেখে সত্যিই মনে হয়েছিল, তিনি বাস্তবের হিরো।”

উত্তমণি আরও বলেন, “সিনেমায় হিরোগিরি এক জিনিস, কিন্তু নিজের বাসায় এমন ভয়ংকর হামলার পরও ছেলেকে নিয়ে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া মুখের কথা নয়।”

হাসপাতালে সাইফের অবস্থা
সাইফের শরীরে ছুরিকাঘাতের পরপরই তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। নিউরোসার্জন নিতিন ডাঙ্গে ও তাঁর দলের তত্ত্বাবধানে অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফ এখন স্থিতিশীল আছেন। তাঁকে আইসিইউ থেকে বিশেষ কক্ষে স্থানান্তরিত করা হয়েছে।

চিকিৎসক নিতিন জানান, “শুক্রবার সাইফকে হাঁটানো হয়েছে এবং তিনি স্বাভাবিকভাবেই হাঁটতে পেরেছেন। আজ তাঁকে সাধারণ খাবারও দেওয়া হয়েছে।” তবে ইনফেকশনের ঝুঁকি থাকায় এখনো তাঁর সঙ্গে কারও সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে।

ভুল তথ্যের সংশোধন
বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছিল যে সাইফের বড় ছেলে ইব্রাহিম তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসক নীরজ উত্তমণি এই তথ্য ভুল বলে উল্লেখ করেছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, সাইফের সঙ্গে হাসপাতালে ছিলেন তাঁর ছোট ছেলে তৈমুর।

বলিউডের নবাব খ্যাত সাইফ আলী খান আপাতত বিশ্রামে রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্ত ও শুভানুধ্যায়ী।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: