২২ মার্চ ২০২৩ বুধবার, ০৭:০৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
![]() |
বিশ্বের সব মুসলিম ও সৌদি আরবের নাগরিকদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। পবিত্র মাস মুসলিমদের ও সমগ্র বিশ্বের জন্য আশা ও শান্তি নিয়ে আসবে বলে প্রত্যাশা করেছেন তিনি।
দেশটির সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার (২২ মার্চ) রমজান মাস শুরুর ঘোষণা দেওয়ার পর ইরকাহ প্রাসাদে সাপ্তাহিক মন্ত্রিসভার অধিবেশনে সভাপতিত্ব করার সময় বাদশাহ এ শুভেচ্ছা জানান।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রমজান উপলক্ষে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে যাতে পুণ্যার্থীরা স্বাচ্ছন্দ্য ও প্রশান্তি সহকারে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করতে পারে তা নিশ্চিত করতে জড়িত কর্তৃপক্ষকে সর্বোচ্চ স্তরের দক্ষতা ও শ্রেষ্ঠত্বের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন বাদশাহ সালমান। সূত্র: আরব নিউজ
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।