facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

রমজানে ওমরা পালনে সৌদির নতুন বার্তা


১৯ মার্চ ২০২৪ মঙ্গলবার, ০৩:১৭  পিএম

ধর্ম ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


রমজানে ওমরা পালনে সৌদির নতুন বার্তা

পবিত্র রমজানে একাধিকবার ওমরা পালন করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মূলত পবিত্র স্থানগুলোতে বাড়তি ভিড় এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পবিত্র রমজানে এক মাস সিয়াম সাধনা করবেন মুসলমানরা। মসজিদুল হারাম হলো রমজানে ওমরা পালনের সর্বোচ্চ মৌসুম। অর্থাৎ রমজানে সবচেয়ে বেশি মানুষ পবিত্র মসজিদুল হারামে ওমরা পালনে সমবেত হন।

সৌদি কর্তৃপক্ষ বলছে, এ নিয়ম চালু করার উদ্দেশ্য, ভিড় কমানো ও অন্য মুসল্লিদেরও ওমরা পালনের সুযোগ করে দেওয়া। পাশাপাশি ভিড় ব্যবস্থাপনায় সহায়তা করা।
সৌদি আরবের হজ ও ওমরা–বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে কাউকে দুই বা ততোধিকবার ওমরা পালনের অনুমতি দেওয়া হবে না।

মন্ত্রণালয় আরও বলছে, এ নিয়ম চালু করার উদ্দেশ্য, ভিড় কমানো ও অন্য মুসল্লিদেরও ওমরা পালনের সুযোগ করে দেওয়া। পাশাপাশি ভিড় ব্যবস্থাপনায় সহায়তা করা। সৌদি আরবের সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

এদিকে ওমরা ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: