facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৭ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫

Walton

রাইট অফার অনুমোদনে ইজিএম ডেকেছে বার্জার


০৫ জানুয়ারি ২০২৫ রবিবার, ০৯:১৩  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


রাইট অফার অনুমোদনে ইজিএম ডেকেছে বার্জার

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ ফ্রি ফ্লোট শেয়ার বাড়ানোর লক্ষ্যে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব করেছে। কোম্পানিটি রাইট শেয়ার প্রস্তাবে অনুমতি নিতে আগামী ২৫ জানুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

রাইট শেয়ারের মাধ্যমে কোম্পানিটি ৩০৩ কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করেছে। এই অর্থ ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে কোম্পানির তৃতীয় কারখানায় বিনিয়োগ করা হবে।

রাইট শেয়ারের মাধ্যমে কোম্পানিটি ২৭ লাখ ২৮ হাজার শেয়ার ইস্যু করবে। যার অফার প্রাইস প্রিমিয়ামসহ নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১১০ টাকা।

শেয়ারবাজারে বর্তমানে কোম্পানিটির ফ্রি-ফ্লোট শেয়ার রয়েছে ৫ শতাংশ। ফ্রি-ফ্লোট শেয়ার ১০ শতাংশে বৃদ্ধি করার জন্য কোম্পানিটি রাইট শেয়ার ইস্যু করবে। রাইট শেয়ারে বার্জারের মূল কোম্পানি জেএন্ডএন ইনভেস্টমেন্টস (এশিয়া) লিমিটেড অংশগ্রহণ করবে না। বার্জার পেইন্টসে কোম্পানিটির ৯৫ শতাংশ শেয়ার রয়েছে।

কোম্পানির এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, রাইট ইস্যুর নিয়মে জেএন্ডএন ইনভেস্টমেন্টস ২৩ লাখ ১৮ হাজার শেয়ার পাওয়ার যোগ্য। এই শেয়ারগুলি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য বরাদ্দ করা হবে, যাতে সাধারণ শেয়াহোল্ডারদের শেয়ারের পরিমাণ তথা ফ্রি-ফ্লোট শেয়ার বিএসইসির নির্দেশনা অনুযায়ি ৫ শতাংশ থেকে ১০ শতাংশে বৃদ্ধি পায়।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে কোম্পানিটি ১ হাজার ৩৬৬ টাকার প্রিমিয়াম সহ প্রতিটি ১ হাজার ৩৭৬ টাকায় ২৭ লাখ ২৮ হাজার টাকায় রাইট শেয়ার ইস্যু করার প্রস্তাব করেছিল।

পরবর্তীতে বিএসইসির নির্দেশনা অনুসরণ করে কোম্পানিটি রাইট শেয়ারের দাম সংশোধন করেছে এবং পাবলিক ইস্যুর নিয়ম মেনে রাইট শেয়ারের দাম কমিয়েছে।

বার্জার পেইন্টস ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৫০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটি ৪০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: