২৮ আগস্ট ২০২৩ সোমবার, ১০:১৩ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
রাজধানীর একটি বাসা থেকে ইফতিয়াক আহমেদ অনিক (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকার বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
রোববার (২৭ আগস্ট) রাতে বাড়ির চারতলার মেস বাসায় লাশটি পাওয়া যায়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। অনিক বেসরকারি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের মাস্টার্সের ছাত্র ছিলেন বলে জানান ওসি। তার বাড়ি বরিশাল।
ওসি বলেন, `প্রাথমিকভাবে জানা গেছে, হয়তো টাকা-পয়সা নিয়ে বাবার ওপর অভিমান ছিল তার। এ কারণে আত্মহত্যা করেছেন তিনি। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে রাতেই লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।`
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।