facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

রাজনৈতিক সংগঠনে যুক্ত হতে পারবে না বুয়েট শিক্ষার্থীরা


২৯ সেপ্টেম্বর ২০২৪ রবিবার, ০১:০০  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


রাজনৈতিক সংগঠনে যুক্ত হতে পারবে না বুয়েট শিক্ষার্থীরা

আওয়ামী লীগ আমলের শেষ দিকে আদালতের রায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি ফেরার যে পথ তৈরি হয়েছিল, ছয় মাসের মাথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নতুন এক নিষেধাজ্ঞায় তা ফের বন্ধ হল। বুয়েট প্রশাসন জানিয়েছে, কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোনো ক্লাব বা সোসাইটি ছাড়া কোনো রাজনৈতিক দল বা সহযোগী অন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবেন না।

শনিবার বুয়েটের রেজিস্ট্রার ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় রাজনৈতিক দল করা নিয়ে ওই সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোনো ক্লাব বা সোসাইটি ব্যতীত কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি অথবা অন্য যে কোনো সংগঠনের সঙ্গে জড়িত হতে পারবেন না।

“শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের নিয়মগুলো যথাযথভাবে পালন করতে হবে এবং তা অমান্য করলে অধ্যাদেশে বর্ণিত নিয়ম মোতাবেক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে নির্যাতনের কারণে মারা যান তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৯ সালের ১১ অক্টোবর এক ‘জরুরি বিজ্ঞপ্তিতে’ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বুয়েট প্রশাসন।

গত জুলাই মাসে সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নিলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জোরালো হয়ে ওঠে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধের বিষয়টি নিয়ে সিন্ডিকেটে আলোচনা হয়। এবার বুয়েট শিক্ষার্থীদের রাজনীতি করার ওপরই নিষেধাজ্ঞা দিল, যা কার্যত ক্যাম্পাসের বাইরের রাজনৈতিক চর্চার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শিক্ষা -এর সর্বশেষ