facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ফল প্রকাশের আগেই চাকরি!


০৬ মার্চ ২০২৫ বৃহস্পতিবার, ১২:১২  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ফল প্রকাশের আগেই চাকরি!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের আগেই প্রথম শ্রেণির চাকরিতে নিয়োগ দেয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের নেতৃত্বে গত ১৮ নভেম্বর একজনকে অ্যাডহক ভিত্তিতে সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ দেয়া হয়, তবে ওই সময় সংশ্লিষ্ট শিক্ষার্থীর স্নাতক পরীক্ষার ফলাফল এখনও প্রকাশিত হয়নি।

নিয়োগপ্রাপ্ত মোমেন খন্দকার অপি, যিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র, ১২ ডিসেম্বর তার চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে তিনি সিজিপিএ ৩.২০ পেয়েছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই নিয়োগের বিষয়টি নিয়মের ব্যত্যয় হিসেবে দেখছেন, কারণ স্নাতক সনদ পাওয়ার আগে প্রথম শ্রেণির চাকরিতে নিয়োগ দেয়া নিয়মবিরোধী।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতিখারুল আলম মাসউদ জানান, সহকারী প্রোগ্রামার পদ সেকশন কর্মকর্তা পদমর্যাদার এবং এর জন্য ন্যূনতম স্নাতক পাসের যোগ্যতা প্রয়োজন, তবে স্নাতক সনদ পাওয়ার আগে নিয়োগ দেয়া সাধারণত নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ নয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব মন্তব্য করেছেন, তিনি বিষয়টি দেখছেন এবং আইসিটি সেন্টারের পরিচালক ও রেজিস্ট্রারের সঙ্গে আলোচনা করবেন। তবে তিনি এও বলেন, নিয়মের বিষয়টি সম্পূর্ণ আইসিটি সেন্টারের পরিচালকের অধীনে ছিল।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপক ও কর্মকর্তারা এই নিয়োগকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ স্নাতক পরীক্ষার ফল প্রকাশের আগে প্রথম শ্রেণির চাকরিতে নিয়োগ দেয়া একটি গুরুতর নিয়মভঙ্গি বলে তারা মনে করছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: