১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার, ০৩:৪৬ পিএম
বিনোদন ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা ‘আগুন সন্ত্রাস মানবাধিকার লঙ্ঘন : রুখে দাও আগুন সন্ত্রাস’এই প্রতিপাদ্যে রোববার (১০ ডিসেম্বর) এফডিসিতে দুপুরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত ঢাকা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস।
তিনি বলেন, যে পুণ্যভূমিতে রাজাকারের শাস্তি হয়েছে, স্বাধীনতার ৫২ বছরে পা রেখেছে সেখানে এখনও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হয়। কিন্তু কেন? তার মানে রাজাকারের বংশরা এখনও আছে। যার কারণে অগ্নি সন্ত্রাস, বোমা হামলা হচ্ছে।
ফেরদৌস আরও বলেন, যে দেশ থেকে হরতাল অবরোধ হারিয়ে গিয়েছিল সেগুলো আবার ফিরে এসেছে। কাজেই আমাদের এখনই বুঝতে হবে কোনটা সাদা কোনটা কালো। সবার সমর্থনে স্বাধীনতার পক্ষের শক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় এনে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে চাই।
সমাবেশে উপস্থিত ছিলেন সমিতির নেত্রী নিপুণ আক্তার। তিনি বলেন, আমরা হরতাল অবরোধ পেট্রোল বোমার বিরুদ্ধে মানবন্ধন করছি। এগুলো ইলেকশন এলেই কেন আরম্ভ হয়? কেন এসবের কারণে সাধারণ মানুষের মৃত্যু হয়? যতদিন পর্যন্ত পেট্রোল বোমা বন্ধ না হবে আমরা শান্তিপূর্ণভাবে ইলেকশনসহ কিছুই করতে পারব না।
ফেরদৌস, নিপুণ ছাড়াও এ সমাবেশে উপস্থিত ছিলেন চিত্রনায়ক, অঞ্জনা, অভিনেত্রী তারিনসহ আরও অনেকে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।