০৭ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ০৫:১৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে কি-না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শুক্রবার দুপুর ৩টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত মেহের আফরোজ ও সোহানা সাবাকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মেহের আফরোজ শাওনের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়ার খবর মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে পুলিশ। ডিএমপি সূত্র জানায়, এখন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনো মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়। একই দিন মধ্যরাতে আটক করা হয় অভিনেত্রী সোহানা সাবাকে। তাঁদের জিজ্ঞাসাবাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
এ বিষয়ে আরও তথ্যের জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।