facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় রদবদল, একযোগে ৯ জিএমের পদোন্নতি


১১ এপ্রিল ২০২৫ শুক্রবার, ০৭:৫০  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় রদবদল, একযোগে ৯ জিএমের পদোন্নতি

রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বড় ধরনের রদবদল করেছে সরকার। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক আদেশে ৯ জন মহাব্যবস্থাপককে (জিএম) পদোন্নতি দিয়ে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ দিয়েছে।

সোনালী ব্যাংকের জিএম রেজাউল করিম, মো. নূরুন নবী ও মোহাম্মদ শাহজাহানকে পদোন্নতি দিয়ে একই ব্যাংকের ডিএমডি হিসেবে রাখা হয়েছে। এছাড়া সোনালী ব্যাংকের আরেক জিএম মো. রফিকুল ইসলামকে ডিএমডি করা হয়েছে বেসিক ব্যাংকে।

অগ্রণী ব্যাংকের জিএম রূবানা পারভীন পেয়েছেন একই ব্যাংকে ডিএমডি পদে পদোন্নতি, আর জিএম নুরুল হুদাকে ডিএমডি হিসেবে পদায়ন করা হয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি)।

সোনালী ব্যাংকের মো. নজরুল ইসলামকে জনতা ব্যাংকের ডিএমডি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের জিএম মোহা. খালেদুজ্জামানকে একই ব্যাংকের ডিএমডি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়া জনতা ব্যাংকের জিএম মো. আশরাফুল আলমকে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে ডিএমডি হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এই রদবদল ও পদোন্নতির মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ ব্যবস্থাপনায় নতুন নেতৃত্ব আসছে, যা ব্যাংকগুলোর কাঙ্ক্ষিত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ