facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ মার্চ বৃহস্পতিবার, ২০২৫

Walton

রাষ্ট্রীয় সহায়তায় দল গঠনে জনগণের আস্থা হারাবে : তারেক রহমান


২৫ জানুয়ারি ২০২৫ শনিবার, ১১:১৫  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


রাষ্ট্রীয় সহায়তায় দল গঠনে জনগণের আস্থা হারাবে : তারেক রহমান

তরুণদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে স্বাগত জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে রাষ্ট্রীয় বা প্রশাসনিক সহায়তায় দল গঠন করলে জনগণ হতাশ হবে বলে মন্তব্য করেন তিনি।

আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন তারেক রহমান।

তিনি বলেন, “তরুণদের নতুন রাজনৈতিক উদ্যোগ প্রশংসনীয়। তবে এটি প্রশ্নবিদ্ধ বা প্রতিহিংসামূলক পথে পরিচালিত হলে তা জনগণের প্রত্যাশার বিপরীত হবে। নতুন পথ রচনা করতে হলে সেই পথটি স্বচ্ছ হতে হবে।”

সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে উদ্বেগ
তারেক রহমান মনে করেন, বাংলাদেশের সংবিধানে মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটেনি। তিনি অভিযোগ করেন, “পলাতক স্বৈরাচারেরা নিজেদের স্বার্থে সংবিধান পরিবর্তন করে একে দলীয় সংবিধানে পরিণত করেছে। একইভাবে নির্বাচন কমিশন ও দুদকের মতো প্রতিষ্ঠানগুলোকেও অকার্যকর করে ফেলা হয়েছিল।”

বিএনপির সংস্কার কর্মসূচি ও অন্তর্বর্তী সরকারের উদ্যোগ প্রসঙ্গে তারেক রহমান বলেন, “সংস্কার ও নির্বাচন উভয়ই জরুরি। তবে অযথা বিতর্কে জড়ানো বা ভুল বোঝাবুঝি সময়ের অপচয়।”

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে প্রশ্ন
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “জনগণের কাছে সংসার টিকিয়ে রাখার চ্যালেঞ্জ এখন নির্বাচন বা সংস্কারের চেয়েও বড়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভ্যাটের বোঝা সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে। এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট।”

রাজনীতি শুদ্ধ ও স্বচ্ছ করার আহ্বান
তারেক রহমান বলেন, “রাজনীতিকে শুদ্ধ ও স্বচ্ছ করার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। কোনো কিছুই রাজনীতির বাইরে রাখা সমীচীন নয়।”

ক্ষমতায় এলে শিক্ষা কমিশন গঠনের প্রতিশ্রুতি
তিনি আরও জানান, ক্ষমতায় গেলে বিএনপি শিক্ষা খাতে বিপ্লব আনতে শিক্ষা কমিশন গঠন করবে এবং নৈতিক ও জীবনমুখী শিক্ষাব্যবস্থা চালু করবে।

অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ