২১ ডিসেম্বর ২০২৪ শনিবার, ০২:১৬ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
কনসার্ট উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত যান চলাচলের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে। বিমানবন্দর, কুড়িল ও বনানী র্যাম্প ব্যবহারকারীরা টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন।
১. স্টাফ রোড থেকে নৌবাহিনীর সদর দপ্তর: টঙ্গী-উত্তরা থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন বিকল্প সড়ক ব্যবহার করবে।
২. উত্তরা-বিমানবন্দর থেকে গুলশান: ইউ টার্ন বা বনানী ওভারপাসের নিচের ইউলুপ ব্যবহার করুন।
৩. গুলশান-বনানী-মহাখালী: এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল র্যাম্প ব্যবহার করতে পারবেন।
৪. বিমানবন্দর/উত্তরা/টঙ্গীগামী যানবাহন: বনানী র্যাম্প ব্যবহার করুন।
৫. ইসিবি চত্বর থেকে বনানী: উড়ালসড়কের লুপ বন্ধ থাকবে; কুর্মিটোলা হাসপাতালের সামনের র্যাম্প ব্যবহার করুন।
৬. র্যাম্প ব্যবহারে নিষেধাজ্ঞা: মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও বাইসাইকেল চলাচল করতে পারবে না।
কনসার্টে রাহাত ফতেহ আলী খানের পাশাপাশি দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলা পরিবেশনায় অংশ নেবে। র্যাপ শিল্পী সেজান ও হান্নানও মাতাবেন মঞ্চ।
এছাড়া জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোনসহ নানা আয়োজন থাকবে।
এই চ্যারিটি কনসার্ট থেকে অর্জিত সমস্ত অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের কল্যাণে ব্যয় হবে। রাহাত ফতেহ আলী খান ও তাঁর দলসহ আয়োজকরা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এই মহতী উদ্যোগে অংশ নিচ্ছেন।
যাত্রাপথ ও কনসার্ট উপভোগ করতে সময়মতো পরিকল্পনা করুন!
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।