facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

চ্যাম্পিয়নস লিগ

রিয়ালের শুভ সূচনা


১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার, ১২:১৪  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


রিয়ালের শুভ সূচনা

 

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে জয় দিয়ে শুরু করল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে ধুঁকলেও বিরতির পর তিন গোলে ভিএফবি স্টুটগার্টকে ৩-১ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ফলে শিরোপা ধরে রাখার অভিযানে উল্লাস করেই মাঠ ছাড়ে গ্যালাকটিকোরা। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে জালের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আন্টোনিও রুডিগার ও এনদ্রিক।

তবে ম্যাচে প্রথমার্ধে নিজেদের খুঁজে ফেরা রিয়াল এগিয়ে যায় বিরতির পরপরই। নিজেদের অর্ধ থেকে আসা বল ধরে পায়ের কারিকুরিতে এগিয়ে যান রদ্রিগো। আগুয়ান গোলরক্ষককে এড়িয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খুঁজে নেন এমবাপেকে। ফাঁকা জালে অনায়াসে বল পাঠান ফরাসি তারকা। চ্যাম্পিয়নস লিগে এটি রিয়ালের হয়ে তার প্রথম গোল।

কিন্তু ৬৭তম মিনিটে এদের মিলিতাওয়ের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় লেওয়েলিংয়ের শট। সেই কর্নার থেকেই পরের মিনিটে হেডে জাল খুঁজে নেন উন্দাভ। আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠা ম্যাচের ৮৩তম মিনিটে ফের এগিয়ে যায় রিয়াল। লুকা মদ্রিচের কর্নারে সবার উঁচুতে লাফিয়ে বল জালে পাঠান রুডিগার।

বদলি নামা এনদ্রিক পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষটায় জালের দেখা পান। প্রতি-আক্রমণে বল পেয়ে দারুণ গতিতে অনেকটা এগিয়ে দূরপাল্লার শটে ঠিকানা খুঁজে নেন তিনি। ঝাঁপিয়ে হাত ছোঁয়ালেও জালে যাওয়া ঠেকাতে পারেননি নুবেল।

সতীর্থদের নিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিষেকে গোল পাওয়ার আনন্দে মাতেন ব্রাজিলের নতুন ফুটবল সেনসেশন এনদ্রিক। চ্যাম্পিয়ন্স লিগে রেয়ালের সর্বকনিষ্ঠ গোলস্কোরার এখন তিনিই (১৮ বছর ৫৮ দিন)। আগের রেকর্ডটি ছিল রাউল গনসালেসের (১৮ বছর ১১৩ দিন), ১৯৯৫ সালে হাঙ্গেরির ক্লাব ফেরেন্সিভারোসের বিপক্ষে ৬-১ ব্যবধানে জয়ের ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এই স্প্যানিয়ার্ড।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ