facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

রিয়াদ ও জাকেরের বিধ্বংসী ব্যাটিংয়েও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের


০৫ মার্চ ২০২৪ মঙ্গলবার, ০৭:৪৪  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


রিয়াদ ও জাকেরের বিধ্বংসী ব্যাটিংয়েও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের

প্রায় নিশ্চিত হারের মুখে ছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচটা হারার আগে হারল না টাইগাররা। মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির দারুণ প্রত্যাবর্তনে শ্রীলঙ্কার রান পাহাড় ডিঙানোর সম্ভাবনা জাগিয়েছিল দল। কিন্তু তীরে এসে তরি ডুবল বাংলাদেশের। শেষ ওভারে ১২ রানের সমীকরণ মেলাতে পারেনি টাইগাররা।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের কাছে স্রেফ তিন রান রানে হেরে গেছে নাজমুল হোসেন শান্তর দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে তিন উইকেটে ২০৬ রান করে শ্রীলঙ্কা। ইনিংসের শেষ ওভারে মোস্তাফিজুর রহমান হজম করেন ২৪ রান। লক্ষ্যমাত্রা চলে যায় নাগালের বাইরে।

কঠিন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আট উইকেটে ২০৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। শেষ দুই বলে ছয় রানের দরকার ছিল টাইগারদের। কিন্তু দুই রান নিতে পারে দল। শেষ বলে চার মারতে পারলে অন্তত সুপার ওভার পর্যন্ত ম্যাচটা নিতে পারতো বাংলাদেশ। ছক্কা হলে তো দেশের মাটিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড হতে পারতো টাইগারদের।

উত্তেজনার রেণু ছড়ানো ম্যাচের রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল বাজে। ৩০ রানের মধ্যে টাইগাররা হারায় লিটন দাস, সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়ের উইকেট। এদের মধ্যে সৌম্য কেবল দুই অংক ছুঁয়েছেন। ১২ বলে ১১ রানে আউট হয়ে যান বাঁহাতি ওপেনার। লিটন খুলতে পারেননি রানের খাতা।

উইকেটের রাশ টানতে গিয়ে প্রস্তর যুগের ব্যাটিং করেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। ২২ বলে মাত্র ২০ রানে আউট হয়ে যান তিনি। হারের মুখে পড়ে দল। পরে মাহমুদউল্লাহ ও জাকেরের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচে ফেরে টাইগাররা। জয়ের সম্ভাবনাও জাগিয়ে তোলে ভালোভাবেই।

মাহমুদউল্লাহ ৩১ বলে দুটি চার ও চার ছক্কায় ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন। তিনি যেখান শেষ করেছেন সেখান থেকে ঝড় শুরু করেন জাকের। ম্যাচের শেষ ওভারে ফিরেছেন তিনি। ৩৪ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলেন জাকের। কিন্তু এমন রাজসিক ইনিংসটা শেষ পর্যন্ত কাজে লাগল না।

শেষ ছয় ওভারে ৮২ রান দরকার ছিল বাংলাদেশের। এরপর ওভার প্রতি তারা রান নেয় যথাক্রমে ১৫, ১২, ১৯, ১০, ১৫ ও ৮। আক্ষেপ জাগাল কেবল শেষ ওভারটাই। ওই ওভারে দুই উইকেট নেন দাসুন শানাকা। তবে বাংলাদেশের রানের গতি কমিয়ে দিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তিন ওভারে ১৭ রানে দুই উইকেট শিকার করেন লঙ্কান অলরাউন্ডার। আস্কিং রেটের চাপে পড়ে বাংলাদেশ।

এর আগে বল হাতে শুরুটা দারুণ হয়েছিল টাইগারদের। ম্যাচের প্রথম ওভারে লঙ্কান ওপেনার আভিশকা ফার্নান্দোর উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। পঞ্চম ওভারে দ্বিতীয়বার উদযাপনের উপলক্ষ পায় টাইগাররা। তাসকিন আহমেদের শিকার হয়ে ফেলেন কামিন্দু মেন্ডিস। ১৪ বলে ১৯ রানে ফেরেন তিনি।

জোড়া ধাক্কা শ্রীলঙ্কা সামলে নিয়েছে কুশল মেন্ডিস, সাদিরা সামারাবক্রিমা ও অধিনায়ক চারিথ আসালাঙ্কার ব্যাটিং দৃঢ়তায়। শেষ দুজন ইনিংসে ছিলেন অপরাজিত। ৩৬ বলে ছয়টি চার ও তিন ছক্কায় ৫৯ রান করেন মেন্ডিস। সামারাবিক্রমা ৪৮ বলে ৬১ রানে অজেয় থাকেন।

তবে আসল ঝড়টা উঠেছে আসালাঙ্কার ব্যাটে। ২১ বলে ছয়টি ছক্কায় ৪৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন লঙ্কান দলপতি। দুশো ছাড়ায় সফরকারীরা। দুর্দান্ত এই ইনিংসের সুবাদে আসালাঙ্কার হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। এই জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল লঙ্কানরা। আগামী বুধবার একই ভেন্যুতে সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ