facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

রিয়াল মাদ্রিদে এমবাপ্পের স্মরণীয় অভিষেক


১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার, ১০:০৮  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


রিয়াল মাদ্রিদে এমবাপ্পের স্মরণীয় অভিষেক

কিলিয়ান এমবাপ্পের দারুন এক অভিষেক হলো। কোচ কার্লো আনচেলত্তি আগেই নিশ্চিত করেছিলেন, সুপার কাপে রিয়াল মাদ্রিদের জার্সিতে শুরু থেকেই থাকবেন ফরাসি ফরোয়ার্ড। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোর সঙ্গে আক্রমণভাগে বেশ মানিয়ে নিলেন প্রথম ম্যাচেই। দুটি সুযোগ নষ্ট হওয়ার পর গোল করেছেন এমবাপ্পে। আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে রিয়াল অধ্যায় শুরু হলো তার।

পোল্যান্ডের ওয়ারশে ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে দারুণ জয়ে রেকর্ড ষষ্ঠ উয়েফা সুপার কাপ জিতল রিয়াল। ২০২২ সালে আগেরবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ ট্রফি জয়ী বার্সেলোনা ও এসি মিলানকে ছুঁয়েছিল মাদ্রিদ ক্লাব। এবার তারা টপকে গেলো দুই ক্লাবকে।

এমবাপ্পে শুরুতে ছিলেন নিষ্প্রভ। দুই দলের কেউই প্রথমার্ধে লক্ষ্যে পরিষ্কার শট রাখতে পারেনি। ১৫ মিনিটে ফেডেরিক ভালভার্দে দারুণভাবে বল বানিয়ে দেন। বক্সের মধ্যে থেকে এমবাপ্পের প্রথম শট ইতালিয়ান ক্লাবের এক ডিফেন্ডার ব্লক করেন। ২৪ মিনিটে আতালান্তার মাতেন ডি রুনের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে রিয়ালকে ঝুঁকির মুখে ফেলেন এডার মিলিতাও। মাদ্রিদ ক্লাবের ডিফেন্ডারের হেড লাগে ক্রসবারে।

৩৩ মিনিটে আবার আক্রমণে যায় আতালান্তা। লুকম্যান বল নিয়ে বক্সে ঢোকার আগেই চমৎকার ট্যাকলে বলের দখল নেন রুডিগার। পরের মিনিটে ভিনিসিয়ুসের ক্রসে বক্সের মধ্যে বল পেয়েও স্পর্শ করতে পারেননি বেলিংহ্যাম। বিরতির ঠিক আগে ভিনিসিয়ুসের পাসে রদ্রিগো ক্রসবারে আঘাত করলে হতাশায় ভাসে রিয়াল।

দ্বিতীয়ার্ধে ফিরে এমবাপ্পে বল নিয়ন্ত্রণে নিলেও আকাশের দিকে শট নেন। ৪৭ মিনিটে আতালান্তার এক খেলোয়াড়ের লক্ষ্যে নেওয়া শট ঝাঁপিয়ে বাঁ হাতের আলতো ছোঁয়ায় রুখে দেন রিয়াল কিপার থিবো কোর্তোয়া। ম্যাচ ঘড়ি এক ঘণ্টার কাঁটা ছুঁই ছুঁই, ভিনিসিয়ুসের বাড়ানো পাসে খালি জালে বল ঠেলে দেন ভালভার্দে। ৬৮ মিনিটে এমবাপ্পে করেন দ্বিতীয় গোল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ