১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০৯:০৬ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। পবিত্র কোরআনে ৮২ বার নামাজের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘আর তোমরা আমার স্মরণোদ্দেশ্যে নামাজ কায়েম করো।’ (সুরা-২০ তহা, আয়াত: ১৪) আবার অন্যত্র বলেছেন, ‘নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কর্ম থেকে বিরত রাখে।’ (সুরা-২৯ আনকাবুত, আয়াত : ৪৫)
নামাজে যথাযথ রোকনসমূহ পরিপূর্ণভাবে আদায় করা জরুরি। রুকু নামাজের অন্যতম রোকন, যা সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো।’ (সুরা হজ, আয়াত : ৭৭)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে এবং এর রুকু ও খুশু পরিপূর্ণ করবে, তার গুনাহ মাফের জন্য আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে। (মেশকাত, হাদিস : ৫৭০)
বিশেষত, রুকুতে বা রুকু থেকে ওঠার সময় নির্দিষ্ট কিছু দোয়া পাঠ করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়!
গুনাহ মাফের জন্য রুকুর দোয়া:
১. আবু হুরায়রা (রা.) বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, “ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা (سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ) বলেন, তখন তোমরা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ (اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ) বলবে। কারণ যার এ উক্তি ফেরেশতাগণের সঙ্গে একই সময়ে উচ্চারিত হয়, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়।” (সহিহ বুখারি, হাদিস : ৭৬০)
২. এক সাহাবী নামাজে রুকু থেকে উঠে বললেন, “রাব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাছিরান তাইয়্যিবান মুবারাকান ফিহি।” নামাজ শেষে রাসুল (সা.) বললেন, “আমি দেখলাম ৩০ জনের বেশি ফেরেশতা এই দোয়ার সওয়াব আগে লেখার জন্য প্রতিযোগিতা করছেন!” (সহিহ বুখারি, হাদিস : ৭৬৩)
তাহলে দেরি কেন? রুকুতে এই দোয়াগুলো পড়ুন আর মুছে ফেলুন আপনার সকল গুনাহ!
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।