২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ১১:৫০ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং, এম ইঞ্জি, এমফিল) ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হবে একাডেমিক ফলাফল ও নির্দিষ্ট ক্ষেত্রে লিখিত পরীক্ষা বা মৌখিক সাক্ষাৎকারের ভিত্তিতে।
সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ: সিভিল, পুরকৌশল, পরিবেশ প্রকৌশল; ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদ: ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল; মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ: মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন, গ্লাস অ্যান্ড সিরামিকস; অন্য বিভাগগুলো: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত।
আবেদন শুরু হয়েছে: ১২ ফেব্রুয়ারি ২০২৫
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫
যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ: ৫ মার্চ ২০২৫
ভর্তি পরীক্ষা গ্রহণ: নিজ নিজ বিভাগ কর্তৃক ৮ থেকে ১৫ মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে
ফলাফল প্রকাশ: ১৭ মার্চ ২০২৫
ভর্তি ফি: ১,০০০ টাকা (অফেরতযোগ্য)
ক্লাস শুরু: ১২ এপ্রিল ২০২৫
ভর্তি–ইচ্ছুক প্রার্থীরা রুয়েটের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করে জমা দিতে পারবেন। নির্ধারিত ফি প্রদান ও প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে আবেদন চূড়ান্তভাবে জমা দিতে হবে।
বিস্তারিত দেখুন এখানে
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।