১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার, ০২:০৬ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ ওয়াহিদুল ইসলাম। তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ১২ ডিসেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়, ওয়াহিদুল ইসলামকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি শিগগিরই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন শেষে রূপালী ব্যাংকে যোগদান করবেন।
১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দেওয়া ওয়াহিদুল ইসলাম পরে পদোন্নতি পেয়ে ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ও বিভাগের ব্যবস্থাপনায় দক্ষতা প্রদর্শন করেন। তাঁর সোনালী ব্যাংকে বদলি হয়ে উপব্যবস্থাপনা পরিচালকের পদে নিয়োগ প্রাপ্তির পর তিনি ব্যাংকিং সেক্টরে তার অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।