facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

রেকর্ড গড়ল প্রবাসী আয়: ডিসেম্বরে দেশে এলো ২৬৪ কোটি ডলার!


০১ জানুয়ারি ২০২৫ বুধবার, ০৭:২৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


রেকর্ড গড়ল প্রবাসী আয়: ডিসেম্বরে দেশে এলো ২৬৪ কোটি ডলার!

বিদায়ী বছরের ডিসেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন রেকর্ড ২৬৩ কোটি ৯০ লাখ ডলার। এটি এক মাসে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্স। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবাসী আয়ের প্রবাহ নতুন গতি পেয়েছে। এরই ধারাবাহিকতায় ডিসেম্বরে এলো এ রেকর্ড পরিমাণ আয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাইয়ে, ২৫৯ কোটি ডলার। তবে ডিসেম্বরে সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক অর্জিত হয়েছে।

গত আগস্ট থেকে দেশের রাজনৈতিক পরিবর্তনের পর প্রতি মাসেই ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। কিন্তু ডিসেম্বরে সেই ধারা ছাড়িয়ে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৩ কোটি ৯০ লাখ ডলারে। তুলনায়, ২০২৩ সালের ডিসেম্বরে এই আয় ছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার। ফলে এক বছরে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩২.৫৪ শতাংশ।

ডলারের বাজারে সংকট মোকাবিলায় প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, এই আয় দেশের ডলার জোগানের নির্ভরযোগ্য ও দায়বিহীন উৎস।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে প্রবাসী আয় বৃদ্ধির প্রবণতা শুরু হয়। নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ২২০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি। অক্টোবরে এসেছিল ২৩৯ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ডলার, আর আগস্টে ২২২ কোটি ডলার।

ডলার সংকটের সময় প্রবাসীদের এই অবদান দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ