১৫ সেপ্টেম্বর ২০২৪ রবিবার, ০৩:৫৮ পিএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
দীর্ঘ দুই মাস পর মাঠে ফিরে জোড়া গোল করে ভক্ত–সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন লিওনেল মেসি। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন তিনি।
রোববার (১৫ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ার বিপক্ষে এমএলএসের ম্যাচ দিয়ে মাঠ ফেরেন মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এদিন দলকে জিতিয়ে নতুন রেকর্ডও করেছেন মেসি। বর্তমানে এমএলএসে ১৯ ম্যাচে মেসির গোল ১৫ এবং সহায়তাও ১৫টি। যা কিনা এমএলএস ইতিহাসে দ্রুততম ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টের রেকর্ড।
প্রত্যাবর্তনের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেসি বলেছেন, সত্যি কথা বলতে, আমি কিছুটা ক্লান্ত। মায়ামি গরম এবং আর্দ্রতা সহায়ক নয়। তবে আমি মাঠে ফিরতে উন্মুখ ছিলাম। মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছিল।
তিনি বলেছেন, ধীরে ধীরে আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং ভালো অনুভব করতে থাকি। এ কারণে আমি শুরু থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নিই। আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত।
মেসির ফেরা নিয়ে মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, আমি আনন্দিত যে সে ম্যাচটা শেষ করে এসেছে এবং ৯০ মিনিট মাঠে থাকতে পেরেছে। সে খুব ভালো অনুভব করছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।