০৭ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ১১:২৭ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
বাংলাদেশের পণ্য রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রোস রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৫৪ বিলিয়ন ডলারে, যা আইএমএফের হিসাব অনুযায়ী (বিপিএম-৬) বেড়ে হয়েছে ২০.২০ বিলিয়ন ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনো ১৫ বিলিয়নের ঘরে রয়েছে।
চলতি বছরের শুরুতে গ্রোস রিজার্ভ ছিল ২৬.২০ বিলিয়ন ডলার, বিপিএম-৬ অনুযায়ী যা ছিল ২১.৩৬ বিলিয়ন ডলার। তবে জানুয়ারিতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের কারণে রিজার্ভ কমে ২০ বিলিয়নের নিচে নেমে গিয়েছিল।
বিশ্লেষকদের মতে, বর্তমানে দেশের প্রকৃত ব্যয়যোগ্য রিজার্ভ ১৫ বিলিয়ন ডলারের কাছাকাছি রয়েছে, যা দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রেখেছে এবং নতুন উৎস থেকে ডলার সংগ্রহের প্রচেষ্টা চালাচ্ছে। তবে আগের দায় পরিশোধের কারণে রিজার্ভ ওঠানামার মধ্যে রয়েছে।
দেশের অর্থনীতির স্থিতিশীলতার জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, যা আগামীতে আমদানি ব্যয় ও অন্যান্য অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।