facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ ডিসেম্বর বুধবার, ২০২৪

Walton

রেমিট্যান্স প্রবাহ ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে: আসিফ নজরুল


১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার, ১২:৫১  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


রেমিট্যান্স প্রবাহ ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে: আসিফ নজরুল

 

শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের পর দেশের রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, “প্রবাসীরা আন্তরিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানাচ্ছেন এবং দেশ গড়ার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন।”

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই তথ্য তুলে ধরেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, “ফ্যাসিস্ট সরকার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। প্রবাসীরা ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠান, অথচ সেই ব্যাংকও ছিল লুটপাটের শিকার।”

তিনি আরও জানান, প্রবাসীদের সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। পাসপোর্ট ও অভিবাসন সংক্রান্ত হয়রানি রোধেও প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

বিশেষ অতিথি শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে নিরন্তর ভূমিকা পালন করছেন। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

তিনি প্রবাসীদের সব অসুবিধা দূর করতে বর্তমান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


এই সংস্করণটি সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় হেডলাইনসহ মূল বার্তাগুলোকে স্পষ্টভাবে তুলে ধরেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ