২৪ এপ্রিল ২০২৪ বুধবার, ১০:৫১ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার পর থেকে রোহিঙ্গা ক্যাম্প অভ্যন্তরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হলো উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের এ-১১ ব্লকের বাসিন্দা আশরাফ আলী এর ছেলে সৈয়দুল আমিন (৪৫)।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে উখিয়ার ক্যাম্প-২ ডাব্লিউ এর ডি ব্লকের মসজিদের পাশে তাকে কুপিয়ে করা হয়। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-২ ডাব্লিউ এর এ/১১ এর বাসিন্দা সৈয়দুল আমিনকে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সৈয়দুল আমিন ঘটনাস্থলেই মারা যান।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শামীম হোসেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।