facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের একজোট হওয়ার আহ্বান


২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার, ১২:৫১  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের একজোট হওয়ার আহ্বান

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এশীয় নেতাদের একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, "বাংলাদেশ সাত বছরের বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এতে দেশটি উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্য বহন করছে। যদিও বিশ্বব্যাপী এই সংকট সমাধানের প্রচেষ্টা সংকুচিত হচ্ছে, তবে তা পুরোপুরি বন্ধ হয়নি। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য এশীয় দেশগুলোর নেতৃত্ব এক হয়ে কাজ করা জরুরি।"

বোয়াও ফোরামের উদ্বোধনী অধিবেশনে লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন ও মহাসচিব ঝাং জুন বক্তব্য রাখার কথা রয়েছে।

অধ্যাপক ইউনূস চার দিনের সরকারি সফরে গতকাল বুধবার চীনে পৌঁছান। সফরের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তার প্রথম দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

এছাড়া, তিনি বোয়াও ফোরামের পাশাপাশি বিশ্বখ্যাত ও চীনের শীর্ষস্থানীয় কোম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: