facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শনিবার, ২০২৫

Walton

রোহিঙ্গা শিবিরে জাপানি রাষ্ট্রদূতের মানবিক উদ্যোগ পরিদর্শন


১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার, ০৫:৫৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


রোহিঙ্গা শিবিরে জাপানি রাষ্ট্রদূতের মানবিক উদ্যোগ পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি কক্সবাজারের উখিয়ায় অবস্থিত হাকিমপাড়া ক্যাম্প-১৪-এর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছেন।

কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচটি) পরিচালিত এই স্বাস্থ্যকেন্দ্র রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য কার্যকর ও জীবনরক্ষাকারী সেবা প্রদান করে আসছে।

বৃহস্পতিবার রাষ্ট্রদূতের এই সফরের সময় তিনি ক্যাম্পে স্বাস্থ্যসেবার মান, পরিকাঠামো এবং জাপান দূতাবাসের সহায়তায় সরবরাহকৃত চিকিৎসা সরঞ্জামের ব্যবহার সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি রোহিঙ্গা এবং স্থানীয় মানুষদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং চলমান সেবার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

২০১৭ সালের ১২ সেপ্টেম্বর থেকে সিআইএস ও ডিসিএইচটি যৌথভাবে এই ক্যাম্পে স্বাস্থ্যসেবা, মা ও শিশুর যত্ন, পুষ্টিকর খাবার বিতরণ এবং জনস্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এখন পর্যন্ত এই উদ্যোগের মাধ্যমে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা ও স্থানীয় মানুষ চিকিৎসা সেবা পেয়েছে।

হাকিমপাড়ার ক্যাম্প-১৪-এ পরিচালিত এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং জাপান দূতাবাস ও জাপান প্ল্যাটফর্মের সহায়তায়। এটি বর্তমানে প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি মানবিক সহায়তা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

রাষ্ট্রদূতের সফরে আরও উপস্থিত ছিলেন জাপান দূতাবাসের প্রথম সচিব ও অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান কারাসাওয়া শিনজু, দ্বিতীয় সচিব মাকিগুচি ইয়াসুয়ুকি, স্থানীয় জনপ্রতিনিধিগণ, এবং সিআইএস-এর নির্বাহী পরিচালক মোঃ গোলাম মোস্তফা, নির্বাহী সদস্য ডাঃ ওমর শরীফ ইবনে হাসান, প্রোগ্রাম সমন্বয়কারী হাসি চাকমা, সাদিয়া সামাদ মৌ, শাহাদাত হোসেন এবং ডাঃ মোঃ নাজমুল হুসাইনসহ অন্য কর্মীরা।

রাষ্ট্রদূত সাইদা শিনিচি এই মহান মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন,সিআইএস ও ডিসিএইচটি যে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এই কার্যক্রম পরিচালনা করছে, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। জাপান সরকার ভবিষ্যতেও এমন মানবিক প্রয়াসে পাশে থাকবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

স্বাস্থ্য -এর সর্বশেষ