০৯ নভেম্বর ২০২৪ শনিবার, ১১:৪৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
মুনাফা ও লভ্যাংশ দুটোই কমেছে মুন্নু সিরামিকের
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৩৯ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৯১ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা ও লভ্যাংশ দুটোই কমেছে মুন্নু সিরামিকের।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৯ টাকা ৯৯ পয়সা।
লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
নিট ডাইং ও ওয়াশিং ইউনিট সম্প্রসারণ করবে রহিম টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইলের পরিচালনা পর্ষদ নতুন যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে নিট ডাইং এবং ওয়াশিং ইউনিট সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন করেছে। এতে প্রায় ২৪ কোটি ৭৬ লাখ টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি।
গাজীপুর কালিয়াকৈরের সফিপুর এলাকায় অবস্থিত কোম্পানিটির বিদ্যমান কারখানায় নতুন ইউনিট স্থাপন করা হবে। নতুন মেশিনারিজ স্থাপনের মাধ্যমে নিট ডাইংয়ের বার্ষিক সক্ষমতায় ৩৩ লাখ ২ হাজার ৪০০ কেজি যুক্ত হবে এবং ওয়াশিং ইউনিটে যুক্ত হবে ১ কোটি ১২ লাখ ৫০ হাজার পিস।
নতুন মেশিনারিজ স্থাপনের মাধ্যমে কোম্পানিটি তার পণ্যগুলো উচ্চ মূল্যে বিক্রি করতে পারবে। যাতে ভাল মার্জিন ধরে রাখার পাশাপাশি কোম্পানিটির বিক্রি এবং মুনাফা উভয়ই বাড়বে।
ব্যাংক এবং অন্যান্য উৎস ঋণ গ্রহণ এবং অভ্যন্তরীণ তহবিল থেকে অর্থায়নের মাধ্যমে প্রস্তাবিত নতুন যন্ত্রপাতি স্থাপন করা হবে।
এপেক্স স্পিনিংয়ের আয় বেড়েছে
৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।
শনিবার (০৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৮৯ পয়সা আয় হয়েছিল।
এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুডস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (০৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২০ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ২ টাকা ২৫ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩১ টাকা ৭৭ পয়সা।
ব্লকে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
বিদায়ী সপ্তাহে (৩ নভেম্বর-৭ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে বেক্সিমকো ফার্মার লেনদেন হয়েছে ১৩ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ৮২ টাকা ৫০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা মিডল্যান্ড ব্যাংকের লেনদেন হয়েছে ১১ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকা। আর ৭ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
বাই ব্যাক আইন দরকার মনে করছে ৬০ শতাংশ বিনিয়োগকারী
দেশের পুঁজিবাজারে চলমান অস্থিতিশীল অবস্থার জন্য দায়ী সুশাসন। বাজারে সুশাসন ফেরাতে অংশীজনরা নিয়মিতই জোর দিয়ে যাচ্ছেন। তবে নানান সংস্কারের আলোচনা আসলেও পুঁজিবাজারে ফিরছে না সুশাসন। বাজারে সুশাসন ফেরাতে কোন বিষয় বেশি প্রয়োজন- তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জরিপ আয়োজন করা হয়।
জরিপে জানতে চাওয়া হয়, পুঁজিবাজারে সুশাসনের জন্য কোন বিষয় জরুরি বলে আপনি (বিনিয়োগকারী) মনে করেন? তাতে তিনটি অপশনও জুড়ে দেওয়া হয়। অপশনগুলো হলো- বাই ব্যাক আইন চালু করা, আন-অডিটেট রিপোর্ট বন্ধ করা এবং পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণ করা।
এ জরিপে মোট ৬৭০ জন বিনিয়োগকারী (পাঠক) অংশগ্রহণ করেন। এতে বাই ব্যাক আইন চালু করার পক্ষে ভোট পড়ে ৪০৬টি। যা মোট ভোটের ৬০ শতাংশ। এছাড়া পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণে ১৮২ ভোট এবং আন-অডিটেট রিপোর্ট বন্ধে ৮২টি ভোট প্রদান করে বিনিয়োগকারীরা।
প্রিমিয়ার সিমেন্টের আয় কমেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (০৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৫৪ পয়সা আয় হয়েছিল।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ৯৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৯০ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৫ টাকা ৫০ পয়সা।
আয় কমেছে সাবমেরিন ক্যাবলসের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪ – সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (০৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৭ পয়সা (ডাইলুটেড)। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৩ টাকা ২২ পয়সা আয় হয়েছিল (ডাইলুটেড)।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৯১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫ টাকা ২৩ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৪ টাকা ৬০ পয়সা।
এনভয় টেক্সটাইলের আয় বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (০৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৬৫ পয়সা আয় হয়েছিল। আগের বছরের তুলনায় কোম্পানিটির ইপিএস প্রায় ১৩২ শতাংশ বেশি।
প্রথম প্রান্তিকে কোম্পানিটি ২৫ কোটি ৩৩ লাখ টাকা নিট মুনাফা করেছে। আগের বছর একই সময়ে নিট মুনাফার পরিমাণ ছিল ১০ কোটি ৮২ লাখ টাকা।
৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৩ টাকা ৪৪ পয়সা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।