facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ নভেম্বর বুধবার, ২০২৪

Walton

লভ্যাংশ না দিলে ৯ কোম্পানির বিরুদ্ধে কড়া ব্যবস্থা


১০ নভেম্বর ২০২৪ রবিবার, ০৬:১১  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


লভ্যাংশ না দিলে ৯ কোম্পানির বিরুদ্ধে কড়া ব্যবস্থা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানিকে ঘোষিত লভ্যাংশ বন্টনে সময়সীমা বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বন্টন না করলে এসব কোম্পানিগুলোর পরিচালকদের জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

রবিবার (১০ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৩০ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোম্পানিগুলো হচ্ছে- সাফকো স্পিনিং, প্যাসিফিক ডেনিমস, লুব-রেফ বাংলাদেশ, ওরিজা এগ্রো, মামুন এগ্রো, কৃষিবিদ ফিড, কৃষিবিদ সীড, বিডি পেইন্টস এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত লভ্যাংশ বিধি মোতাবেক বন্টন না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব কোম্পানিসমূহকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ প্রদান করতে হবে। অন্যথায় ইস্যুয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যাতিত) প্রত্যেককে ব্যক্তিগত তহবিল থেকে অর্থদন্ডে দন্ডিত করা হবে।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ প্রদান করতে ব্যর্থ হলে সাফকো স্পিনিংয়ের ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের প্রত্যেককে ২০ লাখ, প্যাসিফিক ডেনিমসের ১৩ লাখ, লুব-রেফ বাংলাদেশের দুই কোটি ৩৫ লাখ, ওরিজা এগ্রোর ৪৭ লাখ, মামুন এগ্রোর ১৩ লাখ, কৃষিবিদ ফিডের ১০ লাখ, কৃষিবিদ সীডের ১০ লাখ, বিডি পেইন্টসের ৯৭ লাখ এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনের এক কোটি ৯১ লাখ টাকা প্রত্যেক পরিচালকদের ব্যক্তিগত তহবিল থেকে অর্থদন্ডে দন্ডিত করা হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: