facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

লা লিগার শীর্ষে আতলেতিকো: নতুন বছরের গল্প জমে উঠছে


২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার, ১০:৫১  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


লা লিগার শীর্ষে আতলেতিকো: নতুন বছরের গল্প জমে উঠছে

কল্পনা করুন, লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো ঐতিহ্যবাহী শক্তিগুলোকে পিছনে ফেলে নতুন বছর শুরু করছে দিয়েগো সিমিওনের দল। ক’দিন আগেও এটা কেউ ভাবেনি। কিন্তু ফুটবলপাগল স্পেনের জন্য বাস্তবতা এখন এই।

লা লিগায় ধারাবাহিকতার যে কী মূল্য, তা আতলেতিকো আবারও প্রমাণ করেছে। মৌসুমের মাঝপথে তালিকার শীর্ষে থেকে শিরোপা নিশ্চিতের স্বপ্ন দেখতে পারে তারা। শেষ ১২ ম্যাচে টানা জয় আর লা লিগায় টানা ৭ জয়ের যে রেকর্ড, তা তাদের শিরোপা সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে।

বার্সার মাটিতে রোমাঞ্চকর জয়

গত ২১ ডিসেম্বর, বার্সেলোনার মাঠে আতলেতিকোর পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। প্রথমার্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ২–১ গোলে জয় ছিনিয়ে নেয় দলটি। সেই জয়ের ফলে আতলেতিকো শীর্ষে উঠে আসে, বার্সেলোনাকে নেমে যেতে হয় তিনে।

পয়েন্ট তালিকা (২৭ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত):

দল ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
আতলেতিকো মাদ্রিদ ১৮ ১২ ৪১
রিয়াল মাদ্রিদ ১৮ ১২ ৪০
বার্সেলোনা ১৯ ১২ ৩৮
অ্যাথলেটিক বিলবাও ১৯ ১০ ৩৬
ভিয়ারিয়াল ১৮ ৩০

বার্সার পতন, রিয়ালের অস্থিরতা

এই মৌসুমের শুরুতে বার্সেলোনা ছিল দুর্দান্ত। নতুন কোচ হান্সি ফ্লিকের নেতৃত্বে তারা এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেয়। তবে নভেম্বরের পর থেকেই ছন্দ হারায় বার্সা। বড়দিন পর্যন্ত লিগের সাত ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালের চোটও দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।

রিয়াল মাদ্রিদও তাদের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। অপেক্ষাকৃত দুর্বল দল রায়ো ভায়েকানোর বিপক্ষে পয়েন্ট হারিয়ে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে তারা।

আতলেতিকোর ধারাবাহিকতা ও শিরোপার আশা

আতলেতিকোর সর্বশেষ লা লিগা শিরোপা আসে ২০২০–২১ মৌসুমে, যখন মৌসুমের শেষ ম্যাচে গিয়ে শিরোপার ভাগ্য নির্ধারণ হয়। এবার তাদের ধারাবাহিকতা দেখে অনেকেই বলছেন, সিমিওনের দল আরও একবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারে।

আতলেতিকোর চ্যাম্পিয়ন হওয়ার আরও একটি মজার বৈশিষ্ট্য হলো, যে মৌসুমে তারা শিরোপা জেতে, সেই মৌসুমগুলোতেই লিগের প্রতিযোগিতা তুঙ্গে ওঠে। এই মৌসুমেও তাই হচ্ছে।

তাহলে কি নতুন গল্প লিখবে আতলেতিকো?

রিয়াল ও বার্সার ছন্দপতনের সুযোগে আতলেতিকো যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তবে তাদের জন্য শিরোপার দরজা খুলে যেতে পারে। ২০২৪–২৫ মৌসুমের এই উত্তেজনা মনে করিয়ে দিচ্ছে, ফুটবলে সবকিছু সম্ভব। বছরের শুরুতে শীর্ষে থাকা সিমিওনের দল কি শেষ পর্যন্ত শিরোপা হাতে নতুন ইতিহাস লিখবে? ফুটবলপ্রেমীদের অপেক্ষা, সেই উত্তর খুঁজে পাওয়ার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ