৩০ মার্চ ২০২৫ রবিবার, ১১:১৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
প্রতিবছে রোমান্টিক ক্যারিয়ারে স্থান গড়ালে তাসনিয়া ফারিণকে, যেতে হচ্ছে নতুন নাটকে দেখা যাবেন না। গত কয়ো মাস নতুন নাটকে অভিনয়ো করেননি তিনি তবে ভালোবাসার দিবস নিয়ে তিরি একাধিক নাটক প্রচার সম্ভাবনা আছে। তবে নিশ্চিত করে কিছুই বলেননি ফারিণ। শোনা যাচ্ছে, ঈদের পর মুলধারার বাণিজ্যিক চলচ্চিত্রের শুটিং শুরু করবেন তিনি। ‘ইনসাফ’ নামের সেই ছবির পরিচালক সন্জয় সমাদ্দার।
ইনসাফ ছবির আগেই এবারের ঈদে এই অভিনেত্রীর একটি ওয়েব ফিল্ম মুক্তি পাচ্ছে। কাজল আরেফিন অমি পরিচালিত ‘হাউ সুইট’ নামের এই ওয়েব ফিল্মে তার সহশিল্পী অপূর্ব। এরই মধ্যে হাউ সুইট ছবির ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে।
এদিকে ঈদের আগে যুক্তরাজ্যে উড়াল দিয়েছেন তাসনিয়া ফারিণ, কারণ সেখানে চাকরি করেন এই তারকার স্বামী শেখ রেজোয়ান।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।