০৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার, ১০:৩৬ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় লুব-রেফের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, সব পরিচালকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এজিএম উপলক্ষে ওই সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
সভায় কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং শেয়ারহোল্ডারদের সর্বাধিক ভোট প্রাপ্ত হয়ে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড থেকে লুব-রেফ (বাংলাদেশ) পিএলসি হয়। এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কোম্পানির ভবিষ্যৎ প্রবৃদ্ধির দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে সিনিয়র কর্মকর্তারা আশা প্রকাশ করেন।
এজিএমে আর্থিক প্রতিবেদন, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং নতুন পণ্যের সম্ভাপনা নিয়েও আলোচনা হয়। শেয়ারহোল্ডাররা কোম্পানির বর্তমান নেতৃত্ব এবং কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এই ধরারা অব্যাহত রাখার জন্য তাদের সমর্থন ব্যক্ত করেন।
লুব-রেফ (বাংলাদেশ) পিএলসির এই নতুন নাম ও কাঠামো কোম্পানির পেশাদারিত্ব, উন্নয়ন এবং বাজার প্রতিযোগিতায় এগিয়ে থাকার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।