facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

লেগ স্পিনে ইতিহাস: রিশাদ হোসেনের সাফল্যে বাংলাদেশের নতুন স্বপ্ন


২১ ডিসেম্বর ২০২৪ শনিবার, ০১:২১  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


লেগ স্পিনে ইতিহাস: রিশাদ হোসেনের সাফল্যে বাংলাদেশের নতুন স্বপ্ন

কোনো এক সময় বিশেষজ্ঞ লেগ স্পিনার নিয়ে বাংলাদেশের ক্রিকেটে শুধু স্বপ্নই দেখা হতো। এখন সেই স্বপ্নই বাস্তবতায় রূপান্তরিত করেছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির কৃতিত্ব অর্জন করে নতুন ইতিহাস গড়েছেন তিনি।

গতকাল সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ২১ রানে ৩ উইকেট নেওয়া রিশাদ চলতি বছরে ২৪ ইনিংসে বোলিং করে শিকার করেছেন ৩৫ উইকেট। লেগ স্পিনার হিসেবে বাংলাদেশ দলে তার ওপর দলের নির্ভরতা এবং তার পারফরম্যান্সের ধারাবাহিকতা নতুন আশার বার্তা নিয়ে এসেছে।

রেকর্ডের মালিক রিশাদ

রিশাদ শুধু বাংলাদেশেরই নয়, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে লেগ স্পিনারদের মধ্যেও এ বছর সর্বোচ্চ উইকেট শিকারি। তার এই সাফল্য প্রমাণ করেছে, লেগ স্পিনারদের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সময় দিলে তারা দলকে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারে।

বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সেরা বছর

২০১৬ সালের আল–আমিন থেকে শুরু করে মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে ছাড়িয়ে রিশাদ এক বছরের মধ্যে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। তার ৩৫ উইকেটের এই কীর্তি যেন লেগ স্পিনের প্রতি দেশের আস্থা ফেরানোর বার্তা।

তাসকিন ও মোস্তাফিজের পারফরম্যান্স

তাসকিন আহমেদ ১৯ ইনিংসে ৩০ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। অন্যদিকে মোস্তাফিজুর রহমানও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের এই পারফরম্যান্স বাংলাদেশ ক্রিকেটের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করেছে।

আন্তর্জাতিক মঞ্চে রিশাদের অবস্থান

বিশ্বের সেরা বোলারদের সঙ্গে পাল্লা দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিশাদ এখন চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি। তার এমন পারফরম্যান্স লেগ স্পিনে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে।

২০২৪ সালের আন্তর্জাতিক ক্রিকেটে রিশাদ হোসেনের এই উত্থান বাংলাদেশের লেগ স্পিনারদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ যেন ইতিহাসের পুনর্লিখন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ