facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

লেভান্ডভস্কির গোলে বার্সার সাতে সাত


২৬ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার, ১০:১১  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


লেভান্ডভস্কির গোলে বার্সার সাতে সাত

রবার্ট লেভান্ডভস্কির একমাত্র গোলে গেতাফেকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ে স্পেনের শীর্ষ লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল হান্সি ফ্লিকের শিষ্যরা। যেখানে নতুন মৌসুমে শুরুর ৭ ম্যাচেই জয় পেল তারা। বুধবার রাতে লা লিগায় এমন জয় পায় বার্সা। ২০১৭ সালের পর এই প্রথম লিগের প্রথম সাত ম‍্যাচেই জিতল তারা।

এদিন নিজেদের গুছিয়ে নিতে একটু সময় নেওয়া বার্সা এগিয়ে যায় ১৯তম মিনিটে। জুল কুন্দের ক্রস অনেকটা লাফিয়েও নিয়ন্ত্রণে নিতে পারেননি গেতাফে গোলরক্ষক দাভিদ সোরিয়া। বল পেয়ে যান অরক্ষিত লেভান্ডভস্কি। অনায়াসে জাল খুঁজে নেন অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার। আসরে এটি তার সপ্তম গোল।

লিগে আগের তিন ম‍্যাচে ১৬ গোল করা ফ্লিকের দলে আসরে দ্বিতীয়বারের মতো অক্ষত রাখতে পারল জাল। ৭ ম‍্যাচে টানা সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে শিরোপাধারী রিয়াল। আসরে তৃতীয় হারের স্বাদ পাওয়া গেতাফের পয়েন্ট ৪।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ