২৭ অক্টোবর ২০২৪ রবিবার, ১০:০৪ এএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
তারকা, খ্যাতি, ঐতিহ্যে বার্সেলোনা থেকে বেশ এগিয়েই থাকবে রিয়াল মাদ্রিদ। তবে মুখোমুখি সাক্ষাতে বেহাল দশা হলো স্পেনের রাজাদের ক্লাবটির। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ঘরের মাঠে বার্সার কাছে স্রেফ উড়ে গেল গ্যালাকটিকোরা।
শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে উত্তাপ ছড়ানো ম্যাচে ৪-০ গোলের বড় জয় পেয়েছে বার্সা। যেখানে ক্যারিয়ারের প্রথম ক্লাসিকোয় একের পর এক সুযোগ নষ্ট করে রিয়ালকে হতাশায় ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে বার্সার আক্রমণভাগের তিন তারকা জ্বলে উঠলেন। গোলশূন্য প্রথমার্ধের পর জোড়া গোল করেন রবার্ট লেভান্ডভস্কি। একটি করে গোল লামিনে ইয়ামাল ও রাফিনহার।
দুর্দান্ত পারফরম্যান্সে লা লিগায় রিয়ালের ৪২ ম্যাচের অপরাজেয় যাত্রা থামাল হান্সি ফ্লিকের শিষ্যরা। লিগে সবশেষ রিয়াল হেরেছিল গত বছরের সেপ্টেম্বরে, আতলেতিকো মাদ্রিদের মাঠে ৩-১ গোলে। একইসঙ্গে পয়েন্ট টেবিলে ৬ পয়েন্টে এগিয়ে গেল কাতালান জায়ান্টরা। ১১ ম্যাচে ১০ জয়ে বার্সার পয়েন্ট হলো ৩০। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল।
অন্যদিকে বার্সা স্পেনের শীর্ষ লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিজেদের কাছেই রাখল। এর্নেস্তো ভালভের্দের কোচিংয়ে ২০১৭ সালের এপ্রিল থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল তারা। ক্লাসিকোতেও বার্সার জয়-খরা কাটল। কেননা আগের চার দেখায় সবকটিতে জিতেছিল রিয়াল।
যদিও এদিন রিয়াল আক্রমণাত্মকই শুরু করে। যেখানে দ্বিতীয় মিনিটেই সুযোগ পেয়ে যান এমবাপ্পে। ওয়ান-অন-ওয়ানে বাইরে মেরে বসেন তিনি। যদিও অফসাইডের বাঁশি বাজান রেফারি।
এরপর ত্রয়োদশ মিনিটে সুবর্ণ সুযোগ পান ইয়ামাল। মাঝমাঠ থেকে লেভানদোভস্কির ফ্লিকে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, কিন্তু গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন স্প্যানিশ উইঙ্গার।
খেলার ৩২তম মিনিটে লুকাস ভাসকেসের থ্রু বল বক্সে ঢুকে জালে পাঠিয়ে উল্লাসে মাতেন এমবাপে। একটু পরই উবে যায় সেই আনন্দ, ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।
বিরতির পর ৫৪ থেকে ৫৬, দুই মিনিটের মধ্যে জোড়া গোল করে বার্সেলোনাকে চালকের আসনে বসিয়ে দেন লেভান্ডভস্কি। যেখানে মার্ক কাসাদোর মাঝমাঠ থেকে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে জালে পাঠান লেভা। এরপর আলেহান্দ্রো বাল্দের ক্রসে বক্সে লাফিয়ে হেডে দ্বিতীয় গোলটি করেন ৩৬ বছর বয়সী তারকা।
পিএসজি থেকে রিয়ালে পাড়ি দেওয়া এমবাপ্পে ৬৪তম মিনিটে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ভিনিসিয়াসের পাসে ফরাসি তারকার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, তার প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন পেনিয়া। পরের মিনিটে এমবাপ্পে ফের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি এবারও।
৭৭তম মিনিটে চমৎকার গোলে রিয়ালের ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন করে ফেলেন ইয়ামাল। রাফিনহার পাস বক্সে পেয়ে ডান পায়ের জোরাল শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ক্লাসিকোয় গোলের কীর্তিও গড়লেন ইয়ামাল (১৭ বছর ১০৬ দিন)। আর ৮৪তম মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রাফিনহা। ইনিগো মার্তিনেসের পাস ধরে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের একজনকে ছিটকে ফেলে, বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দেন ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।