১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার, ০২:৩৩ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শক্তিশালী পুঁজিবাজার অপরিহার্য, আর সেই পুঁজিবাজারকে প্রাণবন্ত করতে বন্ড মার্কেটের গুরুত্ব অসীম। বিশেষ করে, বিশ্বজুড়ে সুকুক বন্ড একটি জনপ্রিয় এবং কার্যকরী বিনিয়োগ পণ্য হিসেবে স্বীকৃত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) যৌথভাবে আয়োজিত ‘আন্ডারস্ট্যান্ডিং বন্ড এন্ড সুকুক মার্কেট’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় বক্তারা এ বিষয়গুলো তুলে ধরেন। রাজধানীর তোপখানা রোডস্থ বিআইসিএম মিলনায়তনে (মাল্টিপারপাস হল) এই কর্মশালার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, সুকুক বন্ড বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় এবং বাজারের জন্য কার্যকর একটি বিনিয়োগ পণ্য। তবে বিগত সময়ে রেগুলেটর ও সরকারের কিছু সিদ্ধান্তের কারণে এর অপব্যবহার হয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সুকুক ও বন্ড মার্কেটের যথাযথ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিআইসিএম’র ভারপ্রাপ্ত নির্বাহী প্রেসিডেন্ট নাজমুস সালেহীন, সিএমজেএফ’র সভাপতি গোলাম সামদানী ভুইয়া, সাবেক সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলী উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন বিআইসিএম’র প্রভাষক ফাইমা আক্তার।
বিআইসিএম’র ভারপ্রাপ্ত নির্বাহী প্রেসিডেন্ট নাজমুস সালেহীন বলেন, “বিআইসিএম দক্ষ জনশক্তি তৈরির জন্য নিরলসভাবে কাজ করছে। তবে আমরা এখনও পর্যাপ্ত শিক্ষার্থী পাচ্ছি না, যা অর্থনৈতিক উন্নয়নের জন্য বড় একটি চ্যালেঞ্জ।” তিনি আরও জানান, বিআইসিএম-এ অ্যাপ্লাইড ফাইনান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে, যার সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদান করে।
সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া বলেন, “বন্ড মার্কেটের উন্নতি ছাড়া পুঁজিবাজারকে শক্তিশালী করা সম্ভব নয়। তবে এখনো এ বিষয়ে সাধারণ বিনিয়োগকারীদের পর্যাপ্ত জ্ঞান নেই। এই প্রশিক্ষণ তাদের সেই ঘাটতি পূরণে সহায়ক হবে।”
সাবেক সভাপতি জিয়াউর রহমান বলেন, “যদি বন্ড মার্কেটের অপব্যবহার সময়মতো রোধ করা না যায়, তাহলে বিনিয়োগকারীরা আস্থা হারাবে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করবো যারা বন্ড ও সুকুকের অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।”
সিএমজেএফ সাধারণ সম্পাদক আবু আলী বলেন, “শেয়ারবাজার একটি অত্যন্ত সংবেদনশীল ক্ষেত্র, যেখানে দায়িত্বশীল সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ। সিএমজেএফ সবসময় শেয়ারবাজারবিষয়ক সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের আয়োজন করে থাকে।”
কর্মশালাটি পরিচালনা করেন বিআইসিএম’র সহকারী অধ্যাপক এস এম কালবীন ছালিমা, প্রভাষক ফাইমা আক্তার এবং প্রভাষক গৌরব রায়। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা দেশের শেয়ারবাজার ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।