facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৪

marcelbd

শতকোটি ব্যয়ের সিনেমার আয় ১ হাজার কোটি ছাড়িয়ে


০৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার, ০৫:১৯  পিএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


শতকোটি ব্যয়ের সিনেমার আয় ১ হাজার কোটি ছাড়িয়ে

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত ১৫ আগস্ট বিশ্বের ৩ হাজার পর্দায় মুক্তি পায়।

মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে বাজিমাত করে ‘স্ত্রী টু’। চলতি বছরে বেশ কটি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে এটি শীর্ষে। শুধু তাই নয়, চলতি বছরে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায়ও সবার উপরে ‘স্ত্রী টু’।

৭৮.১৯ কোটি রুপি (১১০ কোটি ৮৬ লাখ টাকার বেশি) বাজেটে নির্মিত হয়েছে ‘স্ত্রী টু’। এটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান ও জ্যোতি দেশপান্ডে। মুক্তির ১৫-১৬তম দিনে বক্স অফিস আয় খানিকটা কমেছিল। কিন্তু ১৭-১৮তম দিনে তা দ্বিগুণ বেড়ে যায়। এখনো বক্স অফিসে রাজকুমার-শ্রদ্ধার সিনেমার জয়রথ চলছে।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির ২০ দিনে শুধু ভারতে ‘স্ত্রী টু’ আয় করেছে ৫৮৮ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৭১৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০১৩ কোটি ৫৫ লাখ টাকার বেশি)।

কেবল বক্স অফিসে নয়, দর্শক-সমালোচকরাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন। রোটেন টমেটোসের তথ্য অনুসারে, ৯ জন সমালোচকের মধ্যে ৭৮ শতাংশ ইতিবাচক রিভিউ দিয়েছেন। দশের মধ্যে সিনেমাটির রেটিং দিয়েছেন ৬.৫। বলিউড হাঙ্গামা পাঁচের মধ্যে রেটিং দিয়েছে ৪.৫।

শ্রদ্ধা-রাজকুমার ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি, মুশতাক খান প্রমুখ। তা ছাড়াও সিনেমাটিতে বেশ কজন তারকা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া, বরুণ ধাওয়ান প্রমুখ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: