facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

শরীরে নতুন ট্যাটু, মালাইকার বদলে কার নাম লেখালেন অর্জুন?


২২ নভেম্বর ২০২৪ শুক্রবার, ১০:০৯  এএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


শরীরে নতুন ট্যাটু, মালাইকার বদলে কার নাম লেখালেন অর্জুন?

কিছুদিন আগে মালাইকার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন অর্জুন কাপুর। এরপরই তার শরীরে দেখা গেল নতুন ট্যাটু। সেটি মালাইকার নাম নয়। তবে নতুন করে কার নাম নিজের শরীরে খোদাই করলেন অভিনেতা? ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে তা।

সম্প্রতি অর্জুন তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, অভিনেতার কাঁধের ওপর কালো কালিতে লেখা ‘রব রাখা’! বাংলা করলে দাঁড়ায় ‘স্রষ্টা সহায়’। ছবিটি পোস্ট করে অর্জুন লিখেছেন, ‘ভালো সময় হোক বা খারাপ সময়। আমার মা সবসময় বলতেন রব রাখা। এখনও আমার মনে হয়, আমার সঙ্গেই রয়েছেন তিনি। আমার গাইড করছেন। ওপর থেকে আমার খেয়াল রাখছেন।’

অর্জুন আরও লিখেছেন, ‘সিংহাম অ্যাগেইন ছবির মুক্তির দিন এই ট্যাটু করি আমি। জীবনের নতুন পর্ব শুরুর জন্য। আমি অনুভব করছি, মা আমার পাশেই রয়েছেন। আমাকে মনে করাচ্ছে, যে এই জগত তোমার জন্য অন্য পরিকল্পনা করেছে। আর তা বিশ্বাস কর।’

ছয় বছরের সম্পর্ক মালাইকা-অর্জুনের। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রেমের টানে ছেড়েছিলেন আরবাজ খানের ঘর। দেড় যুগের সংসার ভেঙে নতুন করে ভালোবাসার ঘর গড়তে চেয়েছিলেন অর্জুনের বুকে। কাগজে কলমে বাঁধা না পড়লেও একই ছাদের নিচে থাকতেন। শেষ পর্যন্ত দুজনের পথ দুদিকে বেঁকে গেছে মনে করছেন সবাই।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: