২২ নভেম্বর ২০২৪ শুক্রবার, ১০:২৩ এএম
জাহাঙ্গীর ছৈয়াল
শেয়ার বিজনেস24.কম
শরীয়তপুর নড়িয়া উপজেলা প্রশাসনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
নড়িয়া উপজেলা পরিষদ সভা কক্ষে ওই মতবিনিময় হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন। তিনি বলেন সরকারি কর্মকর্তা, কর্মচারীও রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য জনগণের সেবা করা। সবার সহযোগিতা পেলে কাঙ্খিত শরীয়তপুর গড়া সম্ভব বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।
তিনি আরো বলেন, একাত্তরের চেতনা ও জুলাইয়ের চেতনা একই সূত্রে গাঁথা তাই সবার সহযোগিতা নিয়ে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে হবে।
এতে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃপারভেজ।
আরো বক্তব্য রাখেন নড়িয়া থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আসলাম উদ্দীন মোল্লা,নড়িয়া উপজেলা বিএনপি`র সভাপতি শামসুল আলম দাদু মুন্সী, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান, সাধারণ সম্পাদক মমিনুল হক স্বপন মাঝি,নড়িয়া উপজেলা জামায়েত ইসলামীর আমির আবুল বাসার কাজি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্রের নেতারা উপজেলা প্রশাসনিক দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি খালেক পেদা ইমন,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ছৈয়ালসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।