facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

শরীয়তপুরের নড়িয়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়


০১ মে ২০২৪ বুধবার, ০৪:১৮  পিএম

জাহাঙ্গীর ছৈয়াল

শেয়ার বিজনেস24.কম


শরীয়তপুরের নড়িয়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

তীব্র তাপদাহের গরম থেকে মুক্তি পেতে শরীয়তপুরের নড়িয়ার বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

নামাজে ইমামতি, খুতবা ও দোয়া পরিচালনা করেন উপজেলার মূলফৎগন্জ মাদরাসার মুহতামিম আব্দুস সাত্তার। নামাজে প্রায় কয়েকশত মুসল্লি অংশগ্রহণ করেন। 

ইসতিসকার নামাজ আদায়ের জন্য সকাল ৯টায় নানা বয়সী মানুষ উপজেলার বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন সবাই। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপদাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন। এ সময় মুসল্লিরা অঝরে চোখের জল ছেড়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। 

আগত মুসুল্লিরা বলেন, বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা: সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সেজন্য আমরা মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের পাপের জন্য তওবা ও ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: