১৭ মার্চ ২০২৫ সোমবার, ১১:৫৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
শেয়ারবাজারে তালিকাভুক্ত শাইনপুকুর সিরামিক ও এস আলম কোল্ড রোলের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে কোম্পানি দুটিকে সতর্কবার্তা জারি করেছে ডিএসই।
ডিএসই সূত্রে জানা গেছে, শাইনপুকুর সিরামিকের শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বৃদ্ধি পাচ্ছে। একই ধরনের ব্যাখ্যা দিয়েছে এস আলম কোল্ড রোলও।
উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি শাইনপুকুর সিরামিকের শেয়ার দর ছিল ১২ টাকা ২ পয়সা, যা ১৬ মার্চ বেড়ে হয়েছে ২২ টাকা। অর্থাৎ ১৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা ২ পয়সা।
অপরদিকে, এস আলম কোল্ড রোলের শেয়ার দর ১৮ ফেব্রুয়ারি ছিল ১২ টাকা ৮ পয়সা, যা ১৬ মার্চ বেড়ে দাঁড়িয়েছে ২৯ টাকা ২ পয়সায়। অর্থাৎ ১৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা ৮০ পয়সা।
ডিএসই বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেছে, বাজারের অস্বাভাবিক ওঠানামা সম্পর্কে সচেতন থাকতে এবং বিনিয়োগের আগে সঠিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।