facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

শাওমি নিয়ে এলো বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৪


১৫ জানুয়ারি ২০২৫ বুধবার, ১১:২৭  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


শাওমি নিয়ে এলো বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৪

বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল ব্র্যান্ড শাওমি বাজারে নিয়ে এলো তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন, রেডমি নোট ১৪। অত্যাধুনিক প্রযুক্তি ও নকশার সমন্বয়ে এই ফোনটি ফটোগ্রাফি ও পারফরম্যান্সপ্রেমীদের জন্য নতুন মাত্রা যোগ করবে।

প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা: রেডমি নোট ১৪-এর ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা সেটআপ প্রাণবন্ত ও ডিটেইলড ছবি তুলতে সক্ষম, যা প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা নিশ্চিত করবে। ছবি এডিটিংকে আরও সহজ করতে আছে এআই স্কাই ও এআই ইরেজ টুল।

অতুলনীয় ডিউরাবিলিটি: কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত এই স্মার্টফোনে রয়েছে আইপি ৫৪ রেটিং, যা ধুলো ও পানি থেকে সুরক্ষা দেয়।

পাওয়ারফুল পারফরম্যান্স: মিডিয়াটেকের ৬ ন্যানোমিটারের হেলিও জি-৯৯ আল্ট্রা চিপসেট এবং শাওমির নতুন হাইপারওএস অপারেটিং সিস্টেমের সংমিশ্রণে ব্যবহারকারীরা পাবেন স্মুথ মাল্টিটাস্কিং ও গেমিং অভিজ্ঞতা।

উজ্জ্বল অ্যামোলেড ডিসপ্লে: ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে সরাসরি রোদের আলোতেও স্পষ্ট ভিজ্যুয়াল নিশ্চিত করবে।

লং-লাস্টিং ব্যাটারি: ৫৫০০ এমএএইচ ব্যাটারি ও ৩৩ ওয়াটের ইনবক্স টার্বো চার্জার দ্রুত চার্জিংয়ের সুবিধা দেবে, যা একদিনের জন্য পর্যাপ্ত।

আধুনিক নিরাপত্তা ও সাউন্ড: ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার ব্যবহারকারীদের দিবে নিরাপত্তা ও উচ্চমানের সাউন্ড অভিজ্ঞতা।

স্টাইলিশ ডিজাইন ও কালার অপশন: মিডনাইট ব্ল্যাক, মিস্ট পার্পল, লাইম গ্রিন, এবং ওশান ব্লু রঙে ফোনটি পাওয়া যাবে, যা গ্রাহকদের স্টাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেছেন, “রেডমি নোট ১৪-এর মাধ্যমে আমরা গ্রাহকদের প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এর ক্যামেরা, ডিসপ্লে এবং টেকসই ডিজাইন গ্রাহকদের প্রতিদিনের ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।”

মূল্য ও ভ্যারিয়েন্ট: ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২৩,৯৯৯ টাকা এবং ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২৬,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

শাওমি রেডমি নোট ১৪ দেশের স্মার্টফোন বাজারে প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন আশা যোগাবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ