১৫ জানুয়ারি ২০২৫ বুধবার, ১১:২৭ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল ব্র্যান্ড শাওমি বাজারে নিয়ে এলো তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন, রেডমি নোট ১৪। অত্যাধুনিক প্রযুক্তি ও নকশার সমন্বয়ে এই ফোনটি ফটোগ্রাফি ও পারফরম্যান্সপ্রেমীদের জন্য নতুন মাত্রা যোগ করবে।
প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা: রেডমি নোট ১৪-এর ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা সেটআপ প্রাণবন্ত ও ডিটেইলড ছবি তুলতে সক্ষম, যা প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা নিশ্চিত করবে। ছবি এডিটিংকে আরও সহজ করতে আছে এআই স্কাই ও এআই ইরেজ টুল।
অতুলনীয় ডিউরাবিলিটি: কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত এই স্মার্টফোনে রয়েছে আইপি ৫৪ রেটিং, যা ধুলো ও পানি থেকে সুরক্ষা দেয়।
পাওয়ারফুল পারফরম্যান্স: মিডিয়াটেকের ৬ ন্যানোমিটারের হেলিও জি-৯৯ আল্ট্রা চিপসেট এবং শাওমির নতুন হাইপারওএস অপারেটিং সিস্টেমের সংমিশ্রণে ব্যবহারকারীরা পাবেন স্মুথ মাল্টিটাস্কিং ও গেমিং অভিজ্ঞতা।
উজ্জ্বল অ্যামোলেড ডিসপ্লে: ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে সরাসরি রোদের আলোতেও স্পষ্ট ভিজ্যুয়াল নিশ্চিত করবে।
লং-লাস্টিং ব্যাটারি: ৫৫০০ এমএএইচ ব্যাটারি ও ৩৩ ওয়াটের ইনবক্স টার্বো চার্জার দ্রুত চার্জিংয়ের সুবিধা দেবে, যা একদিনের জন্য পর্যাপ্ত।
আধুনিক নিরাপত্তা ও সাউন্ড: ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার ব্যবহারকারীদের দিবে নিরাপত্তা ও উচ্চমানের সাউন্ড অভিজ্ঞতা।
স্টাইলিশ ডিজাইন ও কালার অপশন: মিডনাইট ব্ল্যাক, মিস্ট পার্পল, লাইম গ্রিন, এবং ওশান ব্লু রঙে ফোনটি পাওয়া যাবে, যা গ্রাহকদের স্টাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেছেন, “রেডমি নোট ১৪-এর মাধ্যমে আমরা গ্রাহকদের প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এর ক্যামেরা, ডিসপ্লে এবং টেকসই ডিজাইন গ্রাহকদের প্রতিদিনের ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।”
মূল্য ও ভ্যারিয়েন্ট: ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২৩,৯৯৯ টাকা এবং ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২৬,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
শাওমি রেডমি নোট ১৪ দেশের স্মার্টফোন বাজারে প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন আশা যোগাবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।