facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩১ মার্চ সোমবার, ২০২৫

Walton

শার্প ইন্ডাস্ট্রিজের ৬ বছরের আর্থিক কার্যক্রম তদন্তে বিএসইসি


২৬ মার্চ ২০২৫ বুধবার, ০৭:১৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


শার্প ইন্ডাস্ট্রিজের ৬ বছরের আর্থিক কার্যক্রম তদন্তে বিএসইসি

সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজের (পূর্ব নাম আরএন স্পিনিং মিলস লিমিটেড) গত ছয় বছরের আর্থিক কার্যক্রম তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।

তদন্ত কমিটি গঠন, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

এই উদ্দেশ্যে বিএসইসি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, যাদের ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন:

  • মো. শহীদুল ইসলাম (উপ-পরিচালক, বিএসইসি)

  • মো. আনোয়ারুল আজিম (সহকারী পরিচালক, বিএসইসি)

  • মো. আরিফুল ইসলাম (সহকারী পরিচালক, বিএসইসি)

কোম্পানির ছয় বছরের কার্যক্রম খতিয়ে দেখবে তদন্ত কমিটি

বিএসইসির আদেশে বলা হয়েছে, শার্প ইন্ডাস্ট্রিজের গত ছয় বছরের কার্যক্রম পর্যালোচনা করা হবে, যা কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা বিশ্লেষণ করতে সহায়তা করবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর সেকশন ২১ এর অধীনে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিগত বছরের নিরীক্ষা প্রতিবেদন ও অভ্যন্তরীণ অনিয়ম বিশ্লেষণ

তদন্ত কমিটি ২০২০-২০২৪ সালের মধ্যে কোম্পানির ওপর নিরীক্ষকদের দেওয়া আপত্তি বা বিরূপ মতামতগুলোর বিশদ বিশ্লেষণ করবে। পাশাপাশি, কোম্পানির চলমান সমস্যা চিহ্নিত করে অভ্যন্তরীণ ব্যক্তিরা কোনো অযৌক্তিক সুবিধা পেয়েছে কিনা সেটিও অনুসন্ধান করবে।

বাস্তব চিত্র উন্মোচনে বিএসইসির কঠোর অবস্থান

এই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে কমিটি কোম্পানির প্রকৃত অবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোও পর্যালোচনা করবে। বাজার বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং শেয়ারবাজারের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ