facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

শিক্ষক নিয়োগ বাতিলে বিক্ষোভ, শাহবাগে জলকামান নিক্ষেপ করে পুলিশ


১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০৮:৪৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


শিক্ষক নিয়োগ বাতিলে বিক্ষোভ, শাহবাগে জলকামান নিক্ষেপ করে পুলিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের মহাসমাবেশ রোববার (১৬ ফেব্রুয়ারি) শাহবাগে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। দ্রুত নিয়োগের দাবিতে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয় এবং জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

সকাল ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মহাসমাবেশ শুরু করেন আন্দোলনকারীরা। বিকেল ৩টার দিকে তারা সচিবালয়ের দিকে পদযাত্রা করলে পুলিশ ব্যারিকেড দেয়। বাধা উপেক্ষা করে এগিয়ে গেলে শিক্ষা ভবনের সামনে পুলিশ জলকামান নিক্ষেপ করে।

আন্দোলনকারীরা জানান, টানা ১১ দিন ধরে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর আগে একাধিকবার তাদের ওপর জলকামান, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: