২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ১০:৫২ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
নাট্যব্যক্তিত্ব অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় একাডেমিতে আয়োজিত ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
গত বছরের ৯ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর মাত্র সাড়ে পাঁচ মাসের মধ্যেই পদত্যাগ করলেন তিনি। অনুষ্ঠানে মঞ্চে বসেই তিনি শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন। তবে একাডেমির সচিব জানান, এই পদত্যাগপত্র গ্রহণের এখতিয়ার তার নেই।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান জানান, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে চিঠি পাননি, তবে বিষয়টি শুনেছেন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ শিল্পকলার নানান প্রশাসনিক জটিলতা ও অর্থসংক্রান্ত বাধার অভিযোগ তুলে ধরে বলেন, ‘আমার এখন নিজের কাছে ফিরে যাওয়ার দরকার। একাডেমির জন্য অর্থ সংগ্রহে বাধা দেওয়া হয়, পদে পদে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এ অবস্থায় এখানে থাকার কোনো মানে নেই।’
এর আগে ছাত্র–জনতা অভ্যুত্থানের প্রেক্ষাপটে দীর্ঘ ১৩ বছর দায়িত্ব পালন করা লিয়াকত আলী লাকী পদত্যাগ করেন। এরপর অনেকের দাবির পরিপ্রেক্ষিতে দায়িত্ব গ্রহণ করলেও, শুরু থেকেই এ পদে অনাগ্রহী ছিলেন সৈয়দ জামিল আহমেদ। দায়িত্ব নেওয়ার সময় তিনি শহীদদের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করেছিলেন।
নাট্যনির্দেশক ও গবেষক হিসেবে খ্যাতনামা সৈয়দ জামিল আহমেদ ‘চাকা’, ‘ইন্সপেক্টর জেনারেল’, ‘তালপাতার সেপাই’, ‘রাক্ষকখোক্ষস’, ‘আহ কমরেড’ ও ‘বিষাদসিন্ধু’সহ অসংখ্য আলোচিত নাটক নির্দেশনা দিয়েছেন। ২০১৭ সালে ‘রিজওয়ান’ মঞ্চনাটকটি তার পরিচালনায় ব্যাপক আলোচিত হয়। ২০১৮ সালে তিনি ‘স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’ গঠন করেন, যার ব্যানারে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘বিস্ময়কর সবকিছু’, ‘৪.৪৮ মন্ত্রাস’ ও ‘আমি বীরাঙ্গনা বলছি’-এর মতো শক্তিশালী নাট্যপ্রযোজনা মঞ্চস্থ হয়েছে।
তার পদত্যাগে সাংস্কৃতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।