facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১১ মার্চ মঙ্গলবার, ২০২৫

Walton

শিল্পে নতুন সচিব, আসছে আরও ৯ সচিবের পদায়ন


২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০১:৫৬  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


শিল্পে নতুন সচিব, আসছে আরও ৯ সচিবের পদায়ন

নতুন শিল্পসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনুবিভাগ) মো. ওবায়দুর রহমান। দু-এক দিনের মধ্যেই আরও নয়জন সচিব নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সুপিরিয়র সিলেকশন বোর্ডের চারটি সভায় ১২ জনকে সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে। এরা সবাই চাকরির নিয়মিত কাঠামোর মধ্যেই আছেন এবং অধিকাংশই দীর্ঘদিন ধরে যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত ছিলেন।

সাবেক ডিসিদের বিষয়ে সিদ্ধান্ত

বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে মোখলেস উর রহমান জানান, যাঁদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাঁদের মধ্যে কেউ ওএসডি, কেউ বাধ্যতামূলক অবসরে গেছেন। তবে অর্থনৈতিক অপরাধের অভিযোগ থাকলে তা যাচাই করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।

২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা সাবেক ডিসিদের বিষয়ে গোয়েন্দা সংস্থার কাছে তালিকা পাঠানো হয়েছে এবং তা বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার নিশ্চিত করতে চায়, যেন কোনো নিরীহ কর্মকর্তা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: