২৯ ডিসেম্বর ২০২৪ রবিবার, ০১:০৪ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ রোববার তাপমাত্রা কিছুটা বেড়েছে, ফলে শীতের তীব্রতা কমেছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়ার এ প্রবণতা লক্ষ্য করা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সোমবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা কমে শীত আবার বাড়তে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি বেড়েছে।
রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় সামান্য বেশি।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে শীতের অনুভূতি কমে গেছে। তিনি বলেন, সাধারণত দিনের তাপমাত্রা ২৬ ডিগ্রির মধ্যে থাকা উচিত, কিন্তু বাস্তবে তা এর চেয়ে বেশি। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। টেকনাফে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা বৃদ্ধির পেছনে কুয়াশা কমে যাওয়া এবং দীর্ঘসময় ধরে সূর্যকিরণের প্রভাব কাজ করছে বলে জানান হাফিজুর রহমান। তবে তিনি আশ্বস্ত করেছেন, মঙ্গলবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে এবং শীতের তীব্রতা ফিরে আসবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।