২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার, ১১:২৬ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদ চূড়ান্ত হয়েছে। সমঝোতার ভিত্তিতে নতুন দুটি পদ সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ যুক্ত করা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা মূলত এই নতুন দলের শীর্ষ পদগুলোতে আসছেন। নতুন দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের নাম চূড়ান্ত করা হয়েছে, যেখানে সদস্যসচিব হিসেবে থাকছেন আখতার হোসেন। একইভাবে দলের মুখপাত্র হিসেবে হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলমের নাম প্রায় নিশ্চিত হয়েছে।
দলের শীর্ষ ছয়টি পদের বাইরেও গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন সামান্তা শারমিন, সারোয়ার তুষার, তাসনিম জারা, আরিফুল ইসলাম আদীব, অনিক রায়, মাহবুব আলম ও অলিক মৃ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে।
এদিকে, ছাত্রশিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনায়েদের নাম বিবেচনায় আনা হয়েছে, আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে থাকতে পারেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ
নতুন রাজনৈতিক দলের পাশাপাশি চলতি সপ্তাহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠনও আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ঢাকার সাতটি সরকারি কলেজ ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তুতি চলছে।
এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুটি পদে আসতে পারেন আবু বাকের মজুমদার ও জাহিদ আহসান। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে থাকতে পারেন আবদুল কাদের ও সানজানা আফিফা অদিতি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সম্ভাব্য নির্বাচনের কথা মাথায় রেখে নতুন ছাত্রসংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করছে। সম্ভাব্য ভিপি ও জিএস প্রার্থী হিসেবে আবদুল কাদের ও আবু বাকেরের নাম আলোচনায় রয়েছে।
২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ঘোষণা
নতুন রাজনৈতিক দলটি ২৬ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে পারে। যদিও বড় পরিসরে জমায়েতের পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। এই উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতার সমন্বয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
নতুন ছাত্রসংগঠনের আনুষ্ঠানিক ঘোষণার জন্য ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতামত নেওয়া হচ্ছে। এটি হবে স্বতন্ত্র ছাত্রসংগঠন, যা দলীয় লেজুড়বৃত্তির বাইরে থেকে কাজ করবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।