২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার, ১০:০৩ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। তাই শুক্রবার (২১ এপ্রিল) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার খালিজ টাইমস এ তথ্য জানায়।
সৌদি চাঁদ দেখা কমিটি ২৯ রমজান (বৃহস্পতিবার) সন্ধ্যায় স্থানীয় মুসলমানদের চাঁদ দেখার আমন্ত্রণ জানায়। বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ায় পবিত্র রমজান মাস এবার ২৯ দিনে হলো।
ইসলামিক মাস ২৯ বা ৩০ দিনে হয় এবং বিষয়টি চাঁদ কখন দেখা যায় তার উপর নির্ভর করে।
এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্যাপিত হয়ে থাকে।
আগামীকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি কালই শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রোববার ঈদ উদ্যাপন করবেন বাংলাদেশের মানুষ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।