facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

শেখ হাসিনার প্রত্যাবর্তন ও স্বার্থ অগ্রাধিকার পাবে: উপদেষ্টা


০১ জানুয়ারি ২০২৫ বুধবার, ০৭:৩২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


শেখ হাসিনার প্রত্যাবর্তন ও স্বার্থ অগ্রাধিকার পাবে: উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া ও অন্যান্য জাতীয় স্বার্থের বিষয়গুলো একসঙ্গে সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হবে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা একটি ইস্যু, কিন্তু আমাদের আরও অনেক স্বার্থের বিষয় রয়েছে, যা পাশাপাশি চলবে।"

তিনটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে সম্পর্ক ও রোহিঙ্গা সংকট সমাধানকে নতুন বছরের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "ভারত, চীন, ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেওয়া হবে।"

চীন সফর প্রসঙ্গে তিনি জানান, "চীনের আমন্ত্রণে আলোচনা চালাতে যাচ্ছি। তবে এখনই আলোচনার ইস্যু প্রকাশ করতে চাই না।"

রাখাইনে পরিবর্তিত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা না পেলে তারা ফেরত যেতে রাজি হবে না।"

২০ জানুয়ারি তার চীন সফরের কথা রয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ